Ajker Patrika

ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৫০
ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

ব্যাপক সাজসজ্জা ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কবুতর ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শিদীসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এর উদ্বোধনীতে অংশ নেন।

উদ্বোধনের পর শহীদ হাদিস পার্কে নির্মিত বিশাল মঞ্চে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। প্রথম পর্বে খুলনা মহানগর ও জেলা সম্মেলন সমন্বয় কমিটির আহ্বায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৪ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খায়রুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল সায়েম, শেখ মোশাররফ হোসেন, জেড. এ মাহমুদ ডন প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে খুলনা জেলা ও মহানগর সঙ্গে আলাপ করে জানা গেছে।

সম্মেলনকে কেন্দ্র খুলনা মহানগর ও জেলার সকল উপজেলায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এমনকি অলি-গলিতে নেতা-নেত্রী ও পদ প্রত্যাশী নেতা-কর্মীদের রং বেরংয়ের ছবি সংবলিত শত শত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়। এ ছাড়া প্রধান ও ব্যস্ততম সড়ক যশোর রোড, শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, কেডিএ অ্যাভিনিউ, মজিদ সরণিতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতা-নেত্রীর ছবি দিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত