Ajker Patrika

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরামর্শ: সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে

অধ্যাপক তপন কুমার সরকার
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫: ০৮
শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরামর্শ: সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে

আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য ১৫ মাস সময় পেয়েছে, যা তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট উপযোগী। তা ছাড়া শিক্ষার্থীরা কলেজের নির্বাচনী পরীক্ষাগুলোতে পাস করে ফরম পূরণ করেছে। আমরা যে রুটিনটি প্রকাশ করেছি, সেটি প্রায় দুই মাস আগে প্রকাশিত হয়েছে। এ ছাড়া আমাদের শিক্ষামন্ত্রী চার মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে, মধ্য আগস্টে পরীক্ষা হবে।

তবে এবারের পরীক্ষায় আইসিটি বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আইসিটি বিষয়ে স্বাভাবিকভাবে নিয়মে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হয়। তবে এবার শিক্ষার্থীরা তিনটির উত্তর দেবে, এটার নম্বর হবে ৩০। আর বহুনির্বাচনী ২৫টি প্রশ্নের ক্ষেত্রে ২০টির উত্তর দেবে। এখানে থাকবে ২০ নম্বর। কিন্তু সময় পাবে ২৫ মিনিট। আইসিটি বিষয়টা সংক্ষিপ্ত করা হয়েছে। 

পরীক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ 
শিক্ষার্থীরা যেন ঠিকমতো পড়াশোনা করে যথারীতি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করবে। যদি ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো শিক্ষার্থী পাওয়া যায়, তাহলে স্পেশাল সিটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে, সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে এবং আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশা করছি। 

অভিভাবকদের জন্য পরামর্শ
অভিভাবকদের দায়িত্ব হলো, তাঁরা যেন ঠিকভাবে সন্তানদের পড়াশোনা করিয়ে পরীক্ষায় হলে পাঠান। আর রাস্তায় যেহেতু যানজটের সমস্যা আছে, সে বিষয় মাথায় রেখে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। 

শিক্ষকদের জন্য পরামর্শ
আমাদের সন্তানতুল্য পরীক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকেরা সচেতন থাকবেন, মনোযোগী হবেন, সহযোগিতা করবেন। যাঁরা পরীক্ষাকেন্দ্রে প্রধান থাকবেন, তাঁরা যেন তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন—এটাই প্রত্যাশা।

অধ্যাপক তপন কুমার সরকার, চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড ও সভাপতি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত