Ajker Patrika

মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম শিক্ষক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম শিক্ষক গ্রেপ্তার

গোপালগঞ্জে মাদ্রাসা থেকে না বলে বাসায় যাওয়ার অপরাধে জোবায়ের শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছ ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা ইদারায়েত ইসলামীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাদ্রাসাশিক্ষক মঈনুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঈনুল ইসলাম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ওই শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মো. শহর আলী শেখের ছেলে। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি মো. মনিরুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, আহত জোবায়ের শেখ শুক্রবার দুপুরে মাদ্রাসার কাউকে না বলে বাড়ি যায়। পরে আবার মাদ্রাসা ফিরে আসে। সন্ধ্যায় শিক্ষক মঈনুল ইসলাম না বলে বাড়ি যাওয়ার অপরাধে বেত দিয়ে বেধড়ক মারধর করেন। পরে সে সেখান থেকে পালিয়ে বাড়ি এসে পরিবারকে বিষয়টি জানায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. শহর আলী শেখ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই ওই মাদ্রাসা থেকে মঈনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষার্থী জোবায়ের শেখ বলে, শুক্রবার ক্লাস না থাকায় কাউকে না বলে সে বাড়ি যায়। সন্ধ্যায় ক্লাস থাকায় আবার মাদ্রাসায় ফিরে আসে। সন্ধ্যায় ওই শিক্ষক তাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। পরে পালিয়ে এসে সে তার বাবাকে বিষয়টি জানায়।

আহত ওই শিক্ষার্থীর বাবা শহর আলী শেখ বলেন, তাঁর ছেলের কাছ থেকে বিষয়টি শুনে মাদ্রাসায় বিষয়টি জানতে যান। কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ছেলেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্টু বিচার চান। যাতে আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

ওই মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি নাসিরুদ্দিন বলেন, এই ঘটনার পর ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছেন। মাদ্রাসা থেকে প্রশাসনের কাছে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। এটি একটি দৃষ্টান্ত হতে পারে, যাতে কেউ আর বাচ্চাদের ওপর এইভাবে অত্যাচার না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত