Ajker Patrika

রায়পুরে এক মাসে অর্ধশত চুরি, মামলা মাত্র একটি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
রায়পুরে এক মাসে অর্ধশত চুরি, মামলা মাত্র একটি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চুরি বেড়েছে। গত এক মাসে উপজেলায় প্রায় অর্ধশত চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মাত্র একটি মামলা হয়েছে।

বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের মধ্য সাগরদী জামে মসজিদের ইমাম মাওলানা এমরান হোসেন জানান, কদিন আগে তাঁর ও মুয়াজ্জিন দাউদ আলমের কক্ষের তালা ভেঙে চোর টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। একই রাতে পূর্ব সাগরদী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিনের কক্ষের তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়। তবে সেখানে মূল্যবান কিছু ছিল না।

গত ১৭ ডিসেম্বর রাতে কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সানা উল্যার ঘরে চুরির ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ৫০ হাজার টাকাসহ স্বর্ণালংকার চুরি করে চোরের দল। একই রাতে রাখালিয়া এলাকার চালতাতলি জামে মসজিদের জানালার গ্রিল ভেঙে ব্যাটারি, মাইকের মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

গত ১৫ ডিসেম্বর সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার পাশে একটি অটোরিকশা চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে এ পর্যন্ত চুরির মালামাল উদ্ধার বা কোনো চোর আটক হয়নি।

গত ৫ ডিসেম্বর রায়পুর গাজী মার্কেটের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়। গত মাসে উপজেলার চরপাতা গ্রামের মোস্তফা মিয়ার খামার থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে। চলতি মাসে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে ফিরোজ নামের এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শহরের এক ব্যবসায়ী বলেন, ‘চুরির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আর খোঁজ রাখে না। সাধারণ মানুষ হিসেবে আর কী করার আছে আমাদের?’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্তিক বিশ্বাস বলেন, ‘চুরি রোধে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এখনো চেষ্টা করছি। গত এক সপ্তাহে চুরির কোনো ঘটনা কেউ পুলিশকে জানায়নি। তবে আমাদের কাছে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত