Ajker Patrika

সংবাদপত্র পৌঁছানো হলো না লিটনের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২১
সংবাদপত্র পৌঁছানো হলো না লিটনের

প্রতিদিন ঢাকা থেকে সকল জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন লিটন (৫৫)। নিজেই যে একদিন সংবাদের শিরোনাম হবেন হয়তো কোনো দিন ভাবেননি।

সংবাদপত্র পরিবহন সংস্থা চাদনী পরিবহনের মাইক্রোবাস চালক ছিলেন লিটন। গতকাল মঙ্গলবার ভোরে পদুয়ারবাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে যায় তাঁর মাইক্রোবাসটি। এ ঘটনায় তিনিসহ ৪ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও হাসপাতালে নেওয়ার পর লিটনের মৃত্যু হয়।

লিটন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

হাইওয়ে ময়নামতি থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, চট্টগ্রামগামী পত্রিকাবাহী মাইক্রোবাসটিকে প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। পরে মাইক্রোবাসটি সামনের অপর একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক লিটনসহ অন্যরা আটকা ভেতরে পড়েন। তাঁদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিটন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত