শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার উপকূল রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার সকালে হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঁচ নম্বর পোল্ডারের নদী অংশের প্রায় ৫০ ফুট বাঁধ পাশের মালঞ্চ নদীতে বিলীন হয়ে যায়।
নতুনভাবে বাঁধ নির্মাণের কয়েক মাসের মধ্যে সংলগ্ন অংশে আবারও ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এদিকে বাঁধ ভাঙনের খবরে গত বুধবার দুপুরে পাউবোর কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে গত মঙ্গলবার বিকেল থেকে গোটা এলাকায় ঝড়ে বাতাস শুরু হয়। এ সময় পাশের মালঞ্চ নদীর পানিও স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট বেড়ে যায়। একপর্যায়ে দাতিনাখালী এলাকার আনিছুজ্জামান সুমনের বাড়ির সামনের বাঁধে ফাটল দেখা দেয়। তাঁরা আরও জানান, রাতে কোনো সমস্যা না হলেও গত বুধবার সকালে বাঁধের অর্ধেকটা জায়গা পাশের নদীতে বিলীন হয়।
স্থানীয় নারী সংগঠক শেফালী বেগম জানান, আম্ফানের পর অর্ধ কোটি টাকা ব্যয়ে সেখানে বাঁধ পুনর্নির্মাণ করা হয়। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে আবারও একই অংশে ভাঙন দেখা দেওয়াতে সমগ্র এলাকার মানুষের মধ্যে আবারও পানিবন্দী হয়ে সর্বস্ব হারানোর শঙ্কা জেগেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মণ্ডল জানান, দাতিনাখালী এলাকার বাঁধ ভাঙনের কারণে গত দেড় বছরের মধ্যে তিনবার এলাকার মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এবার না ভাঙলেও ইতিমধ্যে বাঁধের বাইরের বিশাল একটা অংশ ধসে যাওয়াতে শত বিঘা চিংড়ি ঘেরসহ পাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙনের বিস্তৃতি ঠেকাতে তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা জানান, ভাঙনের খবর পেয়ে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও এসডি জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে ভাঙন ঠেকাতে ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার উপকূল রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার সকালে হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঁচ নম্বর পোল্ডারের নদী অংশের প্রায় ৫০ ফুট বাঁধ পাশের মালঞ্চ নদীতে বিলীন হয়ে যায়।
নতুনভাবে বাঁধ নির্মাণের কয়েক মাসের মধ্যে সংলগ্ন অংশে আবারও ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এদিকে বাঁধ ভাঙনের খবরে গত বুধবার দুপুরে পাউবোর কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে গত মঙ্গলবার বিকেল থেকে গোটা এলাকায় ঝড়ে বাতাস শুরু হয়। এ সময় পাশের মালঞ্চ নদীর পানিও স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট বেড়ে যায়। একপর্যায়ে দাতিনাখালী এলাকার আনিছুজ্জামান সুমনের বাড়ির সামনের বাঁধে ফাটল দেখা দেয়। তাঁরা আরও জানান, রাতে কোনো সমস্যা না হলেও গত বুধবার সকালে বাঁধের অর্ধেকটা জায়গা পাশের নদীতে বিলীন হয়।
স্থানীয় নারী সংগঠক শেফালী বেগম জানান, আম্ফানের পর অর্ধ কোটি টাকা ব্যয়ে সেখানে বাঁধ পুনর্নির্মাণ করা হয়। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে আবারও একই অংশে ভাঙন দেখা দেওয়াতে সমগ্র এলাকার মানুষের মধ্যে আবারও পানিবন্দী হয়ে সর্বস্ব হারানোর শঙ্কা জেগেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মণ্ডল জানান, দাতিনাখালী এলাকার বাঁধ ভাঙনের কারণে গত দেড় বছরের মধ্যে তিনবার এলাকার মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এবার না ভাঙলেও ইতিমধ্যে বাঁধের বাইরের বিশাল একটা অংশ ধসে যাওয়াতে শত বিঘা চিংড়ি ঘেরসহ পাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙনের বিস্তৃতি ঠেকাতে তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা জানান, ভাঙনের খবর পেয়ে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও এসডি জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে ভাঙন ঠেকাতে ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪