Ajker Patrika

উপকূল রক্ষা বাঁধে ভাঙন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬: ০৩
উপকূল রক্ষা বাঁধে ভাঙন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার উপকূল রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার সকালে হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঁচ নম্বর পোল্ডারের নদী অংশের প্রায় ৫০ ফুট বাঁধ পাশের মালঞ্চ নদীতে বিলীন হয়ে যায়।

নতুনভাবে বাঁধ নির্মাণের কয়েক মাসের মধ্যে সংলগ্ন অংশে আবারও ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এদিকে বাঁধ ভাঙনের খবরে গত বুধবার দুপুরে পাউবোর কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে গত মঙ্গলবার বিকেল থেকে গোটা এলাকায় ঝড়ে বাতাস শুরু হয়। এ সময় পাশের মালঞ্চ নদীর পানিও স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট বেড়ে যায়। একপর্যায়ে দাতিনাখালী এলাকার আনিছুজ্জামান সুমনের বাড়ির সামনের বাঁধে ফাটল দেখা দেয়। তাঁরা আরও জানান, রাতে কোনো সমস্যা না হলেও গত বুধবার সকালে বাঁধের অর্ধেকটা জায়গা পাশের নদীতে বিলীন হয়।

স্থানীয় নারী সংগঠক শেফালী বেগম জানান, আম্ফানের পর অর্ধ কোটি টাকা ব্যয়ে সেখানে বাঁধ পুনর্নির্মাণ করা হয়। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে আবারও একই অংশে ভাঙন দেখা দেওয়াতে সমগ্র এলাকার মানুষের মধ্যে আবারও পানিবন্দী হয়ে সর্বস্ব হারানোর শঙ্কা জেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মণ্ডল জানান, দাতিনাখালী এলাকার বাঁধ ভাঙনের কারণে গত দেড় বছরের মধ্যে তিনবার এলাকার মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এবার না ভাঙলেও ইতিমধ্যে বাঁধের বাইরের বিশাল একটা অংশ ধসে যাওয়াতে শত বিঘা চিংড়ি ঘেরসহ পাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙনের বিস্তৃতি ঠেকাতে তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা জানান, ভাঙনের খবর পেয়ে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও এসডি জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে ভাঙন ঠেকাতে ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত