Ajker Patrika

চিত্রা হরিণ উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ০১
চিত্রা হরিণ উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের মোংলা বন্দরের শিল্পাঞ্চল এলাকা (ইপিজেড) থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেটের সামনে থেকে হরিণটি উদ্ধারের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, মঙ্গলবার সকালে বন্দর শিল্পাঞ্চলের ইপিজেড এলাকায় একটি অসুস্থ চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডের প্রধান গেটের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণটি অসুস্থ ছিল। সেটির বাম পা, পেট ও দাঁতে ক্ষতচিহ্ন রয়েছে। সম্ভবত লোহার তারে বেঁধে এ ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে গতকাল বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, শুনেছেন ৮-৯ মাস আগে হরিণটি জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী সাঁতরে বন্দর এলাকার পিকনিক কর্নারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকার ঝোপঝাড়ের মধ্যে ছিল। বন ছেড়ে প্রায় ৮-৯ মাস লোকালয়ের বিভিন্ন ঝোপঝাড়ে থাকার পর হয়তো মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর তাড়া খেয়ে কাঁটাতারের বেঁধে হরিণটি আহত হয়। আহত হয়ে চলাচলে অক্ষম হয়ে পড়লে হরিণটি রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণটির বয়স প্রায় পাঁচ বছর। আর ওজন প্রায় ২৫ কেজি।

এদিকে শিল্প এলাকা থেকে হরিণ উদ্ধারের খবরে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত