Ajker Patrika

ইউরোপীয় দলবদলের আলোচনায় রোনালদো-নেইমার-সালাহ

আপডেট : ২৬ জুন ২০২২, ১১: ৪৮
ইউরোপীয় দলবদলের আলোচনায় রোনালদো-নেইমার-সালাহ

ইউরোপীয় দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারাও। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের পর এবার আলোচনায় এসেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহও। সামনের দিনগুলোয় দলবদলের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে পারেন এই তারকারা।

ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আলোচিত দলবদলে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে আসেন এই পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করে ‘রেড ডেভিল’রা।

মৌসুমে দলের সেরা পারফরমার হলেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা আগের মতো প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, সে প্রশ্নও উঠেছে। এর মধ্যে বদলে গেছে দলের কোচও। ওলে গুনার সুলশার ও রালফ রাংনিকের পর এবার কোচ হিসেবে এসেছেন এরিক টেন হাগ। এই ডাচম্যানের দলে রোনালদোর অবস্থান কেমন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব গুঞ্জনের মধ্যে দ্য সান স্পোর্টস বলছে, রোনালদো ক্লাব ছাড়তে চান। মূলত দলবদলে ম্যানইউর কৌশল ও নতুন কোচের অধীনে তাঁর দায়িত্ব কী হবে, সেটা নিশ্চিত নন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বায়ার্ন মিউনিখ ও এএস রোমার সঙ্গে তাঁর নামও জুড়তে শুরু করেছে। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়। সামনের দিনগুলোয় এই দলবদল আরও নাটকীয় রূপ নিতে পারে।

 দুই দিন আগেই দলবদলের বাজারে উত্তাপ বাড়িয়েছেন নেইমার। জানা গেছে, বিশ্বের সবচেয়ে দামি তারকাকে এবার বিদায় জানাতে চায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে আনে প্যারিসিয়ানরা। সেই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে নেইমারকে যে কারণে আনা হয়েছিল, পিএসজির সেই আশা পূরণ হয়নি। এবারের দলবদলে তাঁকে ছেড়ে দিতে চায় পিএসজি। উপযুক্ত দাম না পেলে নেইমারকে ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সাদিও মানেকে ছাড়ার পর দল হিসেবে বেশ সুখীই মনে হচ্ছিল লিভারপুলকে। মানের বদলে ডারউইন নুনেজকে দলে টেনেছে তারা। আগামী মৌসুমে নুনেজ, দিয়েগো জোতা এবং লুইস দিয়াজের সঙ্গে মোহামেদ সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগকে দারুণ কার্যকরও মনে হচ্ছিল। নতুন খবর হচ্ছে, বেতন নিয়ে সালাহর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের বনিবনা হচ্ছে না। এমনকি ৬০ মিলিয়ন পাউন্ডের আশপাশে প্রস্তাব পেলে সালাহকে নাকি ছেড়ে দিতে চায় লিভারপুল। সে ক্ষেত্রে সালাহর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। যদি এটি শেষ পর্যন্ত সত্যি হয়, এবারের দলবদলে এটা বড় ঘটনাই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত