সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির ঘিরে আয়োজিত এ মেলা শেষ হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মেলা শেষ হয়েছে। বুধবার বিকেলে পুণ্যার্থীরা নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।
গত সোমবার রাত থেকে শিবচতুর্দশী তিথি শুরু হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো পুণ্যার্থীর ঢল নামে চন্দ্রনাথ মন্দিরে। এতে পুণ্যার্থীর পদভারে মুখর হয়ে ওঠে কলেজ রোডের মন্দির সড়ক থেকে সমতল ভূমি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ বয়ে চলা ১ হাজার ২০০ ফুট ওপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির।
তিথি চলাকালে সনাতনী পুণ্যার্থীরা নিজেদের মনোবাঞ্ছা পূরণে ব্যাস কুণ্ডে স্নান করেন। স্নান শেষে পুণ্যার্থীরা পাহাড়ি আঁকাবাঁকা সরু পথ মাড়িয়ে ওঠেন চন্দ্রনাথ ধাম মন্দিরে। এরপর দেবাদিদেবের সান্নিধ্য লাভে শিবের পূজা করেন তাঁরা। এ সময় তাঁরা ভক্তিভরে শিবকে ডাবের জল ও দুধ দিয়ে স্নান করান। মঙ্গলবার রাত ১টা ৭ মিনিটে চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার পর সনাতনী পুণ্যার্থীরা পিতৃপুরুষকে উদ্ধারে ব্যাস কুণ্ডে পিণ্ডদানের পাশাপাশি শ্রাদ্ধ ও তর্পণ করেন। শেষে মেলায় আগত পুণ্যার্থীরা তাঁদের নিজস্ব গন্তব্যে ফিরতে শুরু করেন।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, এবারের মেলায় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রনাথ মন্দির দর্শনে এসেছেন প্রায় ২০ লাখ সনাতনী পুণ্যার্থী।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, মেলায় ভিড়ের চাপে অসুস্থতা বোধ করা ১ হাজার ৩০০ জনের বেশি তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, পাশাপাশি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির ঘিরে আয়োজিত এ মেলা শেষ হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মেলা শেষ হয়েছে। বুধবার বিকেলে পুণ্যার্থীরা নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।
গত সোমবার রাত থেকে শিবচতুর্দশী তিথি শুরু হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো পুণ্যার্থীর ঢল নামে চন্দ্রনাথ মন্দিরে। এতে পুণ্যার্থীর পদভারে মুখর হয়ে ওঠে কলেজ রোডের মন্দির সড়ক থেকে সমতল ভূমি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ বয়ে চলা ১ হাজার ২০০ ফুট ওপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির।
তিথি চলাকালে সনাতনী পুণ্যার্থীরা নিজেদের মনোবাঞ্ছা পূরণে ব্যাস কুণ্ডে স্নান করেন। স্নান শেষে পুণ্যার্থীরা পাহাড়ি আঁকাবাঁকা সরু পথ মাড়িয়ে ওঠেন চন্দ্রনাথ ধাম মন্দিরে। এরপর দেবাদিদেবের সান্নিধ্য লাভে শিবের পূজা করেন তাঁরা। এ সময় তাঁরা ভক্তিভরে শিবকে ডাবের জল ও দুধ দিয়ে স্নান করান। মঙ্গলবার রাত ১টা ৭ মিনিটে চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার পর সনাতনী পুণ্যার্থীরা পিতৃপুরুষকে উদ্ধারে ব্যাস কুণ্ডে পিণ্ডদানের পাশাপাশি শ্রাদ্ধ ও তর্পণ করেন। শেষে মেলায় আগত পুণ্যার্থীরা তাঁদের নিজস্ব গন্তব্যে ফিরতে শুরু করেন।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, এবারের মেলায় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রনাথ মন্দির দর্শনে এসেছেন প্রায় ২০ লাখ সনাতনী পুণ্যার্থী।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, মেলায় ভিড়ের চাপে অসুস্থতা বোধ করা ১ হাজার ৩০০ জনের বেশি তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, পাশাপাশি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪