Ajker Patrika

সীতাকুণ্ডে শেষ হলো শিবচতুর্দশী মেলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১: ১৪
সীতাকুণ্ডে শেষ হলো শিবচতুর্দশী মেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির ঘিরে আয়োজিত এ মেলা শেষ হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মেলা শেষ হয়েছে। বুধবার বিকেলে পুণ্যার্থীরা নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

গত সোমবার রাত থেকে শিবচতুর্দশী তিথি শুরু হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো পুণ্যার্থীর ঢল নামে চন্দ্রনাথ মন্দিরে। এতে পুণ্যার্থীর পদভারে মুখর হয়ে ওঠে কলেজ রোডের মন্দির সড়ক থেকে সমতল ভূমি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ বয়ে চলা ১ হাজার ২০০ ফুট ওপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির।

তিথি চলাকালে সনাতনী পুণ্যার্থীরা নিজেদের মনোবাঞ্ছা পূরণে ব্যাস কুণ্ডে স্নান করেন। স্নান শেষে পুণ্যার্থীরা পাহাড়ি আঁকাবাঁকা সরু পথ মাড়িয়ে ওঠেন চন্দ্রনাথ ধাম মন্দিরে। এরপর দেবাদিদেবের সান্নিধ্য লাভে শিবের পূজা করেন তাঁরা। এ সময় তাঁরা ভক্তিভরে শিবকে ডাবের জল ও দুধ দিয়ে স্নান করান। মঙ্গলবার রাত ১টা ৭ মিনিটে চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার পর সনাতনী পুণ্যার্থীরা পিতৃপুরুষকে উদ্ধারে ব্যাস কুণ্ডে পিণ্ডদানের পাশাপাশি শ্রাদ্ধ ও তর্পণ করেন। শেষে মেলায় আগত পুণ্যার্থীরা তাঁদের নিজস্ব গন্তব্যে ফিরতে শুরু করেন।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, এবারের মেলায় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রনাথ মন্দির দর্শনে এসেছেন প্রায় ২০ লাখ সনাতনী পুণ্যার্থী।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, মেলায় ভিড়ের চাপে অসুস্থতা বোধ করা ১ হাজার ৩০০ জনের বেশি তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, পাশাপাশি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত