Ajker Patrika

স্বামীর হেলা ও সতিনের লাঞ্ছনায় ক্ষুব্ধ হয়ে খুন

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৫৩
স্বামীর হেলা ও সতিনের লাঞ্ছনায় ক্ষুব্ধ হয়ে খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সতিন শাহানাজ আক্তারকে (২৪) গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন সুলতানা আক্তার (২০)। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি এ কথা স্বীকার করেন। স্বামীর অবহেলা ও সতিনের লাঞ্ছনায় ক্ষুব্ধ হয়ে এই খুন করেন বলে দাবি করেন সুলতানা।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, জবানবন্দিতে সুলতানা আক্তার জানিয়েছেন, প্রথম বিয়ের কথা গোপন করে ৪ বছর আগে তাঁকে বিয়ে করেন নুরুল আজিম। এর পর তাঁকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার একটি কলোনির ভাড়া বাসায় রাখেন। প্রথমদিকে যোগাযোগ রাখলেও বিয়ের তিন বছরের মাথায় তিনি আগের বিয়ের কথা জেনে ফেলায় যোগাযোগ বন্ধ করে দেন স্বামী নুরুল। এতে দুই সন্তান নিয়ে বিপাকে পড়েন সুলতানা। সন্তানদের ভরণ পোষণের জন্য স্বামীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু প্রতিবারই স্বামী ও সতিনের হাতে তাকে লাঞ্ছিত হতে হয়।

সর্বশেষ গত ডিসেম্বরের মাঝামাঝিতে সুলতানা আক্তারের ছেলে তীব্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার চিকিৎসার খরচের জন্য স্বামীর মোবাইল ফোনে একাধিকবার কল করেন। কিন্তু স্বামী ফোন না ধরায় বাধ্য হয়ে সতিন শাহানাজকে কল দেন তিনি। কিন্তু শাহানাজ সহযোগিতার বদলে অশালীন ভাষায় গালিগালাজ করে কল কেটে দেন। এ ঘটনার পর প্রতিশোধ নিতে এবং স্বামীকে নিজের করে পেতে সতিনকে হত্যার পরিকল্পনা করেন। গত শুক্রবার স্বামীর অনুপস্থিতি সুযোগে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সতিনকে হত্যা করেন বলে জানান সুলতানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত