Ajker Patrika

বিড়াল হত্যা

সম্পাদকীয়
বিড়াল হত্যা

প্রতিদিন পত্রিকায় কোনো না কোনো হত্যার খবর পাওয়া যায়। সেগুলো মানুষ হত্যার খবর। মানুষই মানুষকে হত্যা করে। কিন্তু মানুষ অকারণে কোনো প্রাণীকে হত্যা করে, এমন খবর সচরাচর দেখা যায় না। হয়তো প্রাণী হত্যার ঘটনা অহরহই হয়, কিন্তু সেগুলো সাধারণত খবর হয়ে পত্রিকার পাতায় আসে না। তবে আজকের পত্রিকায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে।

১৩ বছরের কিশোরী আছিয়া আক্তারের শখের বিড়ালকে মেরে ফেলা হয়েছে। ছোটবেলা থেকে সে বিড়ালটিকে পালছিল। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে বিড়ালটিকে নিয়ে আনন্দেই কাটছিল আছিয়ার কিশোরবেলা। কিন্তু রোববার দুপুর ১২টার দিকে আছিয়ার বিড়ালটির ঘাড়ে কাঠ দিয়ে আঘাত করেন উত্তর ফুরশাইল গ্রামের তাসলিমা ও তাঁর মেয়ে সেলিনা।

আছিয়া দ্রুতই বিড়ালটিকে পশু হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা জানান, বিড়ালটি মারা গেছে। বিচারের আশায় আছিয়া মাকে সঙ্গে নিয়ে সিরাজদিখান থানায় যায়। বিড়াল হত্যা নিয়ে অভিযোগ করতে এসেছে কিশোরী—এ নিয়ে পুলিশের কেউ কেউ হাসিঠাট্টা করে। পরে অবশ্য আছিয়ার মা পুলিশকে বোঝাতে সক্ষম হন যে এটি একটি অপরাধ। তখন থানায় মামলা নেওয়া হয়।

বিড়ালের মরদেহ ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপও নেওয়া হবে। পুলিশের এই আন্তরিকতার জন্য তাদের ধন্যবাদ জানাতেই হয়।

সব ধর্মই না শুধু, সাধারণ আদর্শলিপিও এই পাঠ দেয় যে জীব হত্যা মহাপাপ। সব জীবের মধ্যে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আছে—তা কেউ কেউ ভুলতে বসেছেন। আর তাঁরাই নির্দ্বিধায় হত্যা করতে পারেন কোনো প্রাণীকে, হোক সে বন্য কিংবা পোষা।

কোথাও কেউ মানুষ খুন করলে তাকে আমরা ধিক্কার জানাই, তার শাস্তি কামনা করি। আইন-আদালত তার বিচার করেন। কিন্তু আছিয়ার বিড়ালের মতো প্রাণীকে কেউ হত্যা করলে কজন ছুটে যাই আইনের আশ্রয়ের জন্য? কিংবা কজন মনে করি প্রকৃত হত্যাকারীর শাস্তি হওয়া উচিত? মানুষের যেমন প্রাণ আছে, আমাদের আশপাশে থাকা কুকুর-বিড়ালেরও প্রাণ আছে। মানুষ হত্যা করলে যেমন শাস্তির বিধান আছে, প্রাণী হত্যারও আছে। সেই বিধান কি সবার জানা আছে?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮ ক-এ রাষ্ট্র কর্তৃক জীববৈচিত্র্য, বন ও বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানের বেশ কটি ধারা আছে। সেগুলো যে একদম মুখস্থ করে ঠোঁটের আগায় রাখতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের শুধু জেনে রাখা ভালো যে মানুষ হত্যার মতো প্রাণী হত্যাও গর্হিত কাজ। মানুষ হত্যা করে মনুষ্যত্বকে যেমন বিসর্জন দিয়ে দেয় কেউ কেউ, প্রাণী হত্যার ক্ষেত্রেও ব্যাপারটা ভিন্ন কিছু নয়।

মিথ্যা নয়, আজকাল মানুষের জীবনও খুব সস্তা হয়ে গেছে পৃথিবীজুড়ে। ক্রমাগত যুদ্ধ, হানাহানি বুঝিয়ে দেয়, মনুষ্যত্ব পড়েছে বিপদে।পেশিশক্তির কাছে পরাজিত হচ্ছে কোমলতা। জীবজগৎ এবং প্রকৃতিজগৎ নিয়ে যে বিশ্বসংসার, সেখানে যে ছন্দ থাকা উচিত, তা যেন ফিরে আসে, এই কামনা করা ছাড়া আর কীই-বা করার আছে আমাদের?  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

ডাকসু প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত