Ajker Patrika

হিজলায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

হিজলা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১০: ৩৮
হিজলায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরিশালের হিজলা উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে।

মৃত জব্বার মোল্লার ছেলে আল আমিন জানান, গত মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী বাড়ির রাকিবের সঙ্গে সামান্য একটি ঘটনা নিয়ে তাঁর বাবার বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল ১০টায় রাকিব, কবির, শহীদ, ইব্রাহিম, আকতার, আসলাম সরদারসহ কয়েকজন মিলে জব্বার মোল্লাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

জানা যায়, তখন জব্বার মোল্লার মেয়ে খায়রুন নাহার ও কামাল মোল্লা এগিয়ে এলেও তাদেরও মারপিট করা হয়। তখন বাড়ির অন্য লোকজন তাদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। হাসপাতালে কর্মরত চিকিৎসক জব্বার মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন।

জব্বার মোল্লার ছেলে আল আমিন বলেন ‘বিনা কারণে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। থানায় ১০-১২ জনের নামে আমরা অভিযোগ দায়ের করেছি।’

এদিকে অভিযুক্তরা এই ঘটনার পর থেকে পলাতক। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে বক্তব্য দেওয়া সম্ভব হলো না।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জব্বার মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যে ১০-১২ জনকে আসামি করে একটি মামলার প্রস্তুতি চলছে।

ওই ১০-১২ জনের নাম না জানালেও এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. ইউনুস মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত