Ajker Patrika

সেতু জরাজীর্ণ দুই যুগ ঝুঁকি নিয়ে পারাপার

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ০৯
সেতু জরাজীর্ণ দুই যুগ ঝুঁকি নিয়ে পারাপার

আগৈলঝাড়ায় জরাজীর্ণ একটি সেতু সংস্কারের উদ্যোগে নেওয়া হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দারগাও এবং থানেশ্বরকাঠি গ্রামের সোয়েব হাওলাদারের বাড়ি সংলগ্ন খালের ওপর ত্রিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের কয়েক বছর পর থেকেই সেতুর ওপর দুই পাশে সিমেন্টের তৈরি পাটাতন ধসে যায়। দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সংস্কার হয়নি এখন পর্যন্ত। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সেখানে গিয়ে দেখা যায়, সেতুটির দুপাশের সিমেন্টের তৈরি পাটাতন ধসে যাওয়ায় মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়।

মোহনকাঠী স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী ও উপজেলা সদরে চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা। থানেশ্বরকাঠি গ্রামের আউয়াল হাওলাদার জানান, সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথা ব্যথা নেই। মেরামত কবে হবে তা কেউই বলতে পারে না

রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সরদার বলেন, সুন্দরগাও থানেশ্বরকাঠি গ্রামের পাশে অবস্থিত এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত