Ajker Patrika

মতবিনিময় সভায় এ এইচ মাহমুদ আলী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ১৯
মতবিনিময় সভায় এ এইচ মাহমুদ আলী

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ মাহমুদ আলী বলেছেন, অশুভ শক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গতকাল রোববার খানসামায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে এ এইচ মাহমুদ আলী পল্লী বিদ্যুতের খানসামা সাবজোনাল অফিস উদ্বোধন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল, অফিসার্স ক্লাব ও খানসামা শিশুপার্ক পরিদর্শন শেষে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল। উপস্থিত ছিলেন ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীমান দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র নাথ রায়, ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত