Ajker Patrika

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে ফরিদপুর, রাজবাড়ি, মাগুরা ও চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভার আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

ফরিদপুর: ‘মুজিব বর্ষে শপথ করি দুর্যোগ জীবন-সম্পদ রক্ষা করি’ স্লোগান নিয়ে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার এর উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, করিম গ্রুপের পরিচালক জাহাঙ্গীর মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিবলু আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।

শ্রীপুর (মাগুরা): মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মো. সাইফুল্লাহ, সাব অফিসার অমল কৃষ্ণ বসু প্রমুখ

পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা ফায়ার ষ্টেশন অফিসার রয়েল আহমেদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২১ এর উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে থেকে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হবে: গণশিক্ষা উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত