Ajker Patrika

এবার শাহরুখের প্রতিপক্ষ অভিষেক

এবার শাহরুখের প্রতিপক্ষ অভিষেক

‘পাঠান’-এ জন আব্রাহাম আর ‘জওয়ান’-এ শাহরুখ খানের প্রতিপক্ষ ছিলেন বিজয় সেতুপতি। এবার শাহরুখের প্রতিপক্ষ হচ্ছেন অভিষেক বচ্চন। কিং খানের নতুন সিনেমা ‘কিং’-এ তাঁর বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে অভিষেককে। গতকাল খবরটি জানিয়েছে বলিউড হাঙ্গামা। 

এর আগে ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন। তবে এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক। অ্যাকশন-থ্রিলার ঘরানার কিং সিনেমা পরিচালনা করবেন সুজয় ঘোষ। যিনি এর আগে বানিয়েছেন ‘কাহানি’, ‘কাহানি টু’, ‘বব বিশ্বাস’, ‘ব্লাইন্ড’-এর মতো আলোচিত সিনেমা।

কিং-এ শাহরুখ অভিনয় করবেন ডনের চরিত্রে আর অভিষেককে দেখা যাবে অত্যাধুনিক ভিলেন হিসেবে। যে শাহরুখের মাফিয়া চক্রকে ধ্বংস করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই প্রথম বাণিজ্যিক ঘরানার অ্যাকশন সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করবেন অভিষেক। এমন চরিত্রের প্রস্তাব পেয়ে প্রথমে অবাক হয়েছিলেন তিনি। তবে চরিত্রের গুরুত্ব শুনে হ্যাঁ করতে সময় নেননি।

জানা গেছে, নির্মাতা সুজয় ঘোষ অভিষেককে পর্দায় এমনভাবে উপস্থাপন করতে চান, যেভাবে আগে কখনো তাঁকে দেখেননি দর্শক। 
এর আগে সুজয় ঘোষের বব বিশ্বাস সিনেমায় ছিলেন অভিষেক। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে ঠান্ডা মাথার সিরিয়াল কিলার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন তিনি। এটি নির্মিত হয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া সুজয় ঘোষের কাহানি সিনেমার বব বিশ্বাস চরিত্র নিয়ে।

কিং সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। সুহানা অভিনয় করবেন এমন এক তরুণীর চরিত্রে, যে বিপজ্জনক অবস্থা থেকে নিজেকে বাঁচানোর লড়াই করছে। সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছেন সুহানা খান। কয়েক মাস ধরে প্রশিক্ষণ চলছে তাঁর। বাবা শাহরুখ খানও থাকছেন কিছু কিছু সেশনে। বিশ্বমানের ট্রেনারদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা।

কিং প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির। ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে কিং, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত