Ajker Patrika

‘খালেদার বিষয়ে দুঃসংবাদ এলে রক্ষা পাবেন না’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৩
‘খালেদার বিষয়ে দুঃসংবাদ এলে রক্ষা পাবেন না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে দুঃসংবাদ এলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তাই তার চিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে জনগণ আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। তিনি গতকাল দুপুরে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খুলনা নগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সৈয়দ মেহেদি হাসান রুমী, আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি প্রমুখ।

দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থান হতে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যোগদান করে। এই সময় নগরীতে কড়া পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সরকার চায় না, খালেদা জিয়া সুচিকিৎসা পেয়ে সুস্থ হোক। সরকার চায় খালেদা জিয়ার মৃত্যু। তাই যদি হয়, তাহলে সরকারকে বলব, নামার জন্য প্রস্তুত হোন। হয় তার চিকিৎসার ব্যবস্থা করেন, না হলে ক্ষমতা থেকে নামার জন্য প্রস্তুত হোন। এর মাঝামাঝি কোন বক্তব্য নাই।

এ সময় তিনি আরও বলেন, সরকার বলে ক্ষমা চাইতে, বিএনপি চেয়ারপারসন সৃষ্টিকর্তা বাদে আর কারও কাছে ক্ষমা চায় না। তিনি বলেন, সমাবেশ সফল হলেও এখনো দাবি আদায় হয়নি। দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হবে। আনাচে-কানাচের মানুষ আজ সমাবেশে যোগ দিয়েছেন। খালেদা জিয়া একা কোন ব্যক্তি নয়, তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। খালেদা জিয়া মানে গণতন্ত্র, সততার প্রতীক, আপসহীন নেত্রী। জানমালের নিরাপত্তার প্রতীক।

তিনি আরও বলেন, আমরা এমন এক আজব দেশে বসবাস করি যেখানে মানুষের চিকিৎসার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। তারা তারেক রহমানকে ভয় পায়। খালেদা জিয়ার বিষয়ে দু-সংবাদ এলে কেউ আপনাকে রক্ষা করতে পাবে না। তাই তার চিকিৎসার ব্যবস্থা করেন। না হলে জনগণ আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। নিজেদের মধ্যে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত