Ajker Patrika

শ্রীপুরে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫৩
শ্রীপুরে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে শ্রীপুর পৌর এলাকা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে থেকে শাহিনা আক্তার (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহিনা পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড মসজিদ মোড় এলাকার দুদু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শাহিনা নিজ ঘরে থাকা আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে থানায় খবর দিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে একই উপজেলার তেলীহাটি ইউনিয়নের আবদার এলাকায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শাহজাহান (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহজাহান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।

নিহত শাহজাহানের স্ত্রী ফেরদৌসী জানান, ‘আমি আমার স্বামীকে নিয়ে পাঁচ বছর ধরে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করি এবং আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। আজ (মঙ্গলবার) ভোর থেকে তাকে আমি দেখতে পাইনি। হঠাৎ স্থানীয়দের ডাক-চিৎকার শুনে গিয়ে দেখি আমার স্বামী আত্মহত্যা করেছেন। কী কারণে করেছে কি তা আমি জানি না।’

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত