Ajker Patrika

পত্রিকা বিক্রির কর্মী থেকে জনপ্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ২০
পত্রিকা বিক্রির কর্মী থেকে  জনপ্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে বিজয়ী হয়েছেন পত্রিকার হকার মো. খুরশিদ আলম।

গত বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলার সব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফুটবল প্রতীকে খুরশিদ আলম ৫৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৫৩১ ভোট। খুরশিদ আলম পেশায় একজন সংবাদপত্রের হকার।

এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে খুরশিদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের রায় নিয়ে আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। তাই ওয়ার্ডের সব ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সব সময় তাঁদের সুখে দু:খে পাশে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত