Ajker Patrika

পৌর নির্বাচনে ইভিএম অস্বস্তি ভোটারদের মধ্যে

বিয়ানীবাজার প্রতিনিধি
পৌর নির্বাচনে ইভিএম অস্বস্তি ভোটারদের মধ্যে

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। পৌরসভার নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে নতুন পদ্ধতিতে ভোট নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে অস্বস্তি। প্রার্থীরাও রয়েছেন বেকায়দায়।

বিয়ানীবাজারে আগে কোনো নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়নি। আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ এ প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন ভোটাররা।

তবে অনেকের অভিমত, অভিজ্ঞতা না থাকায় ভোট দেওয়ার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে চিন্তিত ভোটাররা। ইভিএম মেশিনগুলোর তিনটা অংশ থাকে। প্রথমত, কন্ট্রোল ইউনিট-যাতে ভোট ও ভোটারদের তথ্য জমা থাকে, দ্বিতীয়ত ডিসপ্লে ইউনিট, সেই তথ্যগুলো প্রদর্শন করে এবং ব্যালট ইউনিট, যেটাতে সুইচ টিপে ভোটাররা গোপন কক্ষে ভোট দিয়ে থাকেন। ইভিএমের ৪৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির দাবি, সাধারণ মানুষকে এর সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী নানা প্রচার চালিয়েছে কমিশন। কিন্তু এটি ঘিরে বিতর্ক বন্ধ করা যায়নি। ইভিএমে ভোটার ভ্যারিয়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপিএটি নেই। একজন ভোটার ভোট দেওয়ার পর তাঁর কাছে একটা প্রিন্টেড স্লিপ আসত, যাতে কোনো কারণে ভোট পুনর্গণনার প্রয়োজন হলে এটি কাজে আসে। কিন্তু এটি না থাকায় এই প্রযুক্তিতে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে বিসিসি সংবাদে তুলে ধরেছে।

বিয়ানীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। নারী ভোটার আমেনা বেগম বলেন, আগে থেকে পরিচিত না হওয়ায় ভোট দিতে সমস্যা হলে দায় নেবে কে? একই কথা বলেন কবির আহম্মদসহ আরও বেশ কয়েকজন ভোটার।

করিমুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘মেশিনে কীভাবে ভোট দেব বুঝতে পারছি না। এ প্রযুক্তি নিয়ে জোরালো প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করা দরকার। ভোটার নুরজাহান বলেন, অনেকের আঙুলের ছাপ মেলে না। যদি তাই হয়, তবে কী করতে হবে।

অবশ্য বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. কামাল হোসেন বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এ ব্যাপারে আমরা প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেব। কিছু সাধারণ মানুষকেও আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত