বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। পৌরসভার নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে নতুন পদ্ধতিতে ভোট নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে অস্বস্তি। প্রার্থীরাও রয়েছেন বেকায়দায়।
বিয়ানীবাজারে আগে কোনো নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়নি। আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ এ প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন ভোটাররা।
তবে অনেকের অভিমত, অভিজ্ঞতা না থাকায় ভোট দেওয়ার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে চিন্তিত ভোটাররা। ইভিএম মেশিনগুলোর তিনটা অংশ থাকে। প্রথমত, কন্ট্রোল ইউনিট-যাতে ভোট ও ভোটারদের তথ্য জমা থাকে, দ্বিতীয়ত ডিসপ্লে ইউনিট, সেই তথ্যগুলো প্রদর্শন করে এবং ব্যালট ইউনিট, যেটাতে সুইচ টিপে ভোটাররা গোপন কক্ষে ভোট দিয়ে থাকেন। ইভিএমের ৪৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির দাবি, সাধারণ মানুষকে এর সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী নানা প্রচার চালিয়েছে কমিশন। কিন্তু এটি ঘিরে বিতর্ক বন্ধ করা যায়নি। ইভিএমে ভোটার ভ্যারিয়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপিএটি নেই। একজন ভোটার ভোট দেওয়ার পর তাঁর কাছে একটা প্রিন্টেড স্লিপ আসত, যাতে কোনো কারণে ভোট পুনর্গণনার প্রয়োজন হলে এটি কাজে আসে। কিন্তু এটি না থাকায় এই প্রযুক্তিতে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে বিসিসি সংবাদে তুলে ধরেছে।
বিয়ানীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। নারী ভোটার আমেনা বেগম বলেন, আগে থেকে পরিচিত না হওয়ায় ভোট দিতে সমস্যা হলে দায় নেবে কে? একই কথা বলেন কবির আহম্মদসহ আরও বেশ কয়েকজন ভোটার।
করিমুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘মেশিনে কীভাবে ভোট দেব বুঝতে পারছি না। এ প্রযুক্তি নিয়ে জোরালো প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করা দরকার। ভোটার নুরজাহান বলেন, অনেকের আঙুলের ছাপ মেলে না। যদি তাই হয়, তবে কী করতে হবে।
অবশ্য বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. কামাল হোসেন বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এ ব্যাপারে আমরা প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেব। কিছু সাধারণ মানুষকেও আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে।’
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। পৌরসভার নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে নতুন পদ্ধতিতে ভোট নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে অস্বস্তি। প্রার্থীরাও রয়েছেন বেকায়দায়।
বিয়ানীবাজারে আগে কোনো নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়নি। আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ এ প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন ভোটাররা।
তবে অনেকের অভিমত, অভিজ্ঞতা না থাকায় ভোট দেওয়ার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে চিন্তিত ভোটাররা। ইভিএম মেশিনগুলোর তিনটা অংশ থাকে। প্রথমত, কন্ট্রোল ইউনিট-যাতে ভোট ও ভোটারদের তথ্য জমা থাকে, দ্বিতীয়ত ডিসপ্লে ইউনিট, সেই তথ্যগুলো প্রদর্শন করে এবং ব্যালট ইউনিট, যেটাতে সুইচ টিপে ভোটাররা গোপন কক্ষে ভোট দিয়ে থাকেন। ইভিএমের ৪৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির দাবি, সাধারণ মানুষকে এর সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী নানা প্রচার চালিয়েছে কমিশন। কিন্তু এটি ঘিরে বিতর্ক বন্ধ করা যায়নি। ইভিএমে ভোটার ভ্যারিয়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপিএটি নেই। একজন ভোটার ভোট দেওয়ার পর তাঁর কাছে একটা প্রিন্টেড স্লিপ আসত, যাতে কোনো কারণে ভোট পুনর্গণনার প্রয়োজন হলে এটি কাজে আসে। কিন্তু এটি না থাকায় এই প্রযুক্তিতে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে বিসিসি সংবাদে তুলে ধরেছে।
বিয়ানীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। নারী ভোটার আমেনা বেগম বলেন, আগে থেকে পরিচিত না হওয়ায় ভোট দিতে সমস্যা হলে দায় নেবে কে? একই কথা বলেন কবির আহম্মদসহ আরও বেশ কয়েকজন ভোটার।
করিমুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘মেশিনে কীভাবে ভোট দেব বুঝতে পারছি না। এ প্রযুক্তি নিয়ে জোরালো প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করা দরকার। ভোটার নুরজাহান বলেন, অনেকের আঙুলের ছাপ মেলে না। যদি তাই হয়, তবে কী করতে হবে।
অবশ্য বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. কামাল হোসেন বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এ ব্যাপারে আমরা প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেব। কিছু সাধারণ মানুষকেও আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪