ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকেরাও সংবাদ প্রকাশের মাধ্যমে করোনাকালে মানুষের পাশে যেভাবে থেকেছেন, তা প্রশংসনীয়।’
গত শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া এবং অন্যকে প্রতারিত করার চেষ্টা করেন, যা কোনোভাবেই কাম্য নয়। এই হলুদ সাংবাদিকতার বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে, যাতে এই সমাজকে কেউ বিভ্রান্ত করতে না পারে।’
ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ১০ জনকে মানবিকতা, সমাজসেবাসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকেরাও সংবাদ প্রকাশের মাধ্যমে করোনাকালে মানুষের পাশে যেভাবে থেকেছেন, তা প্রশংসনীয়।’
গত শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া এবং অন্যকে প্রতারিত করার চেষ্টা করেন, যা কোনোভাবেই কাম্য নয়। এই হলুদ সাংবাদিকতার বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে, যাতে এই সমাজকে কেউ বিভ্রান্ত করতে না পারে।’
ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ১০ জনকে মানবিকতা, সমাজসেবাসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫