Ajker Patrika

উন্নয়নে ভূমিকা রাখছেন সাংবাদিকেরা: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৪৫
উন্নয়নে ভূমিকা রাখছেন সাংবাদিকেরা: মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকেরাও সংবাদ প্রকাশের মাধ্যমে করোনাকালে মানুষের পাশে যেভাবে থেকেছেন, তা প্রশংসনীয়।’

গত শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া এবং অন্যকে প্রতারিত করার চেষ্টা করেন, যা কোনোভাবেই কাম্য নয়। এই হলুদ সাংবাদিকতার বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে, যাতে এই সমাজকে কেউ বিভ্রান্ত করতে না পারে।’

ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ১০ জনকে মানবিকতা, সমাজসেবাসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত