Ajker Patrika

শরৎচন্দ্রের অভাগী হয়ে আসছেন মিথিলা

শরৎচন্দ্রের অভাগী হয়ে আসছেন মিথিলা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে ‘ও অভাগী’ নামের সিনেমা বানিয়েছেন টালিউডের নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ও অভাগী।

মিথিলা বলেন, ‘গল্পটি আমার আগে থেকেই পড়া ছিল। গল্পের অ্যাডাপটেশন আর চিত্রনাট্যটাও দারুণ হয়েছে। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে পুরো টিমকে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি।’ ও অভাগী সিনেমায় ১৬ ও ৩০—দুই বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। তিনি জানান, দুটি চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

নির্মাতা অনির্বাণ বলেন, ‘শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন করেই চিত্রনাট্য লেখা হয়েছে। নতুন কিছু চরিত্র এসেছে। গল্পের সঙ্গে মিল রেখে নতুন করে চিত্রনাট্য তৈরি করা চ্যালেঞ্জিং ছিল। এখানে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। অভাগী একজন যোদ্ধা। সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’ মিথিলার সঙ্গে সুর মিলিয়ে নির্মাতাও জানান, এ সিনেমার শুটিংয়ে অনেক কষ্ট করেছেন সবাই। তিনি বলেন, ‘এই সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গভীর বনের ভেতর মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি।’

‘ও অভাগী’ সিনেমার দৃশ্যে মিথিলাটালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’। রাজর্ষি দের পরিচালনায় এতে নামভূমিকায় অভিনয় করেন মিথিলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত