নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শীতে বরিশালে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে; কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মিলছে না যথাযথ চিকিৎসা। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ছুটছেন অভিভাবকেরা। তবে সেখানেও শয্যাসংকট।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৪ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভোলায়। সেখানে ১ হাজার ৫৩০, বরিশালে ৩৬৫, পটুয়াখালীতে ২৯৩, পিরোজপুরে ২৩৯, বরগুনায় ৩৭৮ এবং ঝালকাঠিতে ১৪৯ জন। অনেক শিশু নিউমোনিয়ায় ভুগছে।
এদিকে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হুমায়ুন শাহিন খান বলেন, গত দুই মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে দুই মাস বয়সী শিশুদের হাসপাতালে আনা হয় বেশি। সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাগিদ দেন মো. হুমায়ুন শাহিন খান।
গত সোমবার শেবাচিম হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, এক শয্যায় দুই শিশু। অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। ওই বিভাগের দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, দৈনিক ৬০ থেকে ৭০ শিশু ভর্তি হয়। এর অধিকাংশই শ্বাসকষ্টজনিত। তিনি বলেন, এখানে প্রধান সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন না। রাতভর তাঁরা দুয়েকজন ইন্টার্ন শিশু বিভাগের রোগীদের মোকাবিলা করেন। সেখানকার একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাতে নার্সদেরও পাওয়া যায় না।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ার বাসিন্দা বাচ্চু মেম্বার বলেন, তাঁর ভাতিজা শ্বাসকষ্টে ভুগে নিউমোনিয়ায় আক্রান্ত। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে শেবাচিম হাসপাতালে এসেছেন; কিন্তু এখানেও শিশুরোগীতে ঠাসা।
বরিশালের ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস জানান, শীত বেশি হওয়ায় শ্বাসনালি আক্রান্ত করা ভাইরাসগুলো শিশুদের আক্রমণ করছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। এ জন্য তাদের গরম কাপড় পরিয়ে যত্ন নিতে হবে।
শীতে বরিশালে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে; কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মিলছে না যথাযথ চিকিৎসা। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ছুটছেন অভিভাবকেরা। তবে সেখানেও শয্যাসংকট।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৪ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভোলায়। সেখানে ১ হাজার ৫৩০, বরিশালে ৩৬৫, পটুয়াখালীতে ২৯৩, পিরোজপুরে ২৩৯, বরগুনায় ৩৭৮ এবং ঝালকাঠিতে ১৪৯ জন। অনেক শিশু নিউমোনিয়ায় ভুগছে।
এদিকে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হুমায়ুন শাহিন খান বলেন, গত দুই মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে দুই মাস বয়সী শিশুদের হাসপাতালে আনা হয় বেশি। সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাগিদ দেন মো. হুমায়ুন শাহিন খান।
গত সোমবার শেবাচিম হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, এক শয্যায় দুই শিশু। অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। ওই বিভাগের দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, দৈনিক ৬০ থেকে ৭০ শিশু ভর্তি হয়। এর অধিকাংশই শ্বাসকষ্টজনিত। তিনি বলেন, এখানে প্রধান সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন না। রাতভর তাঁরা দুয়েকজন ইন্টার্ন শিশু বিভাগের রোগীদের মোকাবিলা করেন। সেখানকার একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাতে নার্সদেরও পাওয়া যায় না।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ার বাসিন্দা বাচ্চু মেম্বার বলেন, তাঁর ভাতিজা শ্বাসকষ্টে ভুগে নিউমোনিয়ায় আক্রান্ত। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে শেবাচিম হাসপাতালে এসেছেন; কিন্তু এখানেও শিশুরোগীতে ঠাসা।
বরিশালের ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস জানান, শীত বেশি হওয়ায় শ্বাসনালি আক্রান্ত করা ভাইরাসগুলো শিশুদের আক্রমণ করছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। এ জন্য তাদের গরম কাপড় পরিয়ে যত্ন নিতে হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫