Ajker Patrika

তালায় ধান কাটার উৎসব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৩২
তালায় ধান কাটার উৎসব

সাতক্ষীরার তালা উপজেলায় সোনালি ধানের ভালো ফলন হয়েছে। মাঠে মাঠে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত বছরের তুলনায় চলতি আমনের ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে সোনালি হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭০০ হেক্টর জমিতে, ধানের আবাদ হয়েছে ৯ হাজার ৬০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০৫ হেক্টর জমিতে বেশি ধানের চাষ হয়েছে।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, তালা সদর, ইসলামকাটি ও মাগুরা ইউনিয়নে মাঠ কার্যক্রমের অংশ হিসেবে শস্য কাটা পরিদর্শন সম্পন্ন করেছেন। শস্য কাটা শেষে তালা সদর ইউনিয়নে আটারই গ্রামের ব্লকে জাত-ব্রি ধান ৮৭, ফলন (হেক্টর প্রতি) ৪.৭১ টন, ইসলামকাটী ইউনিয়নে ব্রিধান ৭৫, ফলন (হেক্টর প্রতি) ৪.৭ টন এবং মাগুরা ইউনিয়ন পরিষদে ব্রি ধান ৭৫, ফলন (হেক্টর প্রতি) ৪.৮ টন ধান পাওয়া যায়।

হাজরাকাটি গ্রামের কৃষক ইয়াছিন সরদার বলেন, সেকেন্দার, জেঠুয়া গ্রামের আতিয়ার মোড়লসহ অনেকেই জানান ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ফলন ভালো হয়েছে। কৃষি অফিসের সার্বিক সহায়তা পেয়েছেন তাঁরা। এবার ধানের আশানুরূপ দাম পাবেন বলে আশা করছেন তাঁরা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন বলেন, ‘আমন মৌসুমে কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করছি। গত বছরের তুলনায় ৯০৫ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি হয়েছে। এ বছর ধানের ফলনও খুব ভালো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত