Ajker Patrika

সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার ১০.১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার ১০.১৪ শতাংশ

ব্যাংকের ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) পদ্ধতিতে প্রতি মাসের জন্য সুদহার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে চলতি সেপ্টেম্বরে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১০ দশমিক ১৪ শতাংশ সুদ নিতে পারবে। গতকাল রোববার এ সুদের হার বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, প্রতি ছয় মাসের গড় সুদহার হচ্ছে ‘স্মার্ট’ রেট। এর আগে গত জুন ও জুলাই মাসের ‘স্মার্ট’ রেট ছিল ৭.১০ শতাংশ। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের প্রথম কার্যদিবসে চলতি মাসের জন্য প্রযোজ্য ‘স্মার্ট’ রেট ঘোষণা করে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়ম অনুযায়ী গতকাল সেপ্টেম্বর মাসের ‘স্মার্ট’ রেট নির্ধারণ করা হয়। নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লীঋণের সুদহার সাধারণ ঋণের চেয়ে ১ শতাংশ কম হবে। সেক্ষেত্রে ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ মার্জিন যোগ হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত