Ajker Patrika

‘দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে’

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৪১
‘দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। গত রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় সাবেক সাংসদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই, নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে ১১ নভেম্বরের ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’

তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কমর উদ্দিন।

সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত