Ajker Patrika

ক্রেতা-বিক্রেতা এক পাতে

আবির হাকিম, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ৪৬
ক্রেতা-বিক্রেতা এক পাতে

ঈদের আগে মার্কেট কিংবা শপিং মলে ভিড় বেশি হওয়ার শঙ্কায় রোজা শুরুর পর থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকে। তুলনামূলক কম ভিড়ের মধ্যে রাজধানীর বিপণিবিতানগুলোতে দরদাম করে কিনতে পারবেন বলেই আগে আগে কেনাকাটা সারছেন অনেকে। কেনাকাটায় ক্রেতা-বিক্রেতার সম্পর্ক অনেক সময়ই মধুর হয় না। দরদাম নিয়ে হয় তুমুল বচসাও। কিন্তু ইফতারের সময় দেখা যায়, পুরো ভিন্ন চিত্র। প্রায় প্রতিটি দোকানেই উপস্থিত ক্রেতাদের নিয়েই ইফতার করেন বিক্রেতারা। গতকাল শনিবার নিউমার্কেট এলাকায় গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সম্প্রীতির এমন চিত্র দেখা গেছে। আশপাশের গাউছিয়া, চাঁদনী চক, নুর ম্যানসন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ পুরো এলাকায় এমন চিত্র।

ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ধানমন্ডি থেকে কেনাকাটা করতে এসেছিলেন জাকির শেখ। কখন ঘনিয়ে এসেছে ইফতারের সময়, টের পাননি। তাই দোকানির অনুরোধে তাঁদের সঙ্গেই ইফতার সারেন। দোকানির সঙ্গে ইফতার করার বিষয়ে তিনি বলেন, কেনাকাটায় ব্যস্ত থাকায় কখন ইফতারের সময় হয়েছে, খেয়ালই করেননি।

তিনি বলেন, ‘এখান থেকে রেস্টুরেন্টে কিংবা বাসায় গিয়ে ইফতার পাব না, তাই এখানেই ইফতার করছি। একসঙ্গে ইফতার করতে পেরে ভালো লাগছে।’ মা ফ্যাশন হাউসের দোকানি জানালেন, এখানে অনেকগুলো ইফতারির দোকান আছে। অধিকাংশ ক্রেতাই সেখানে ইফতার করেন। কিন্তু ইফতারের সময় বা তার আগে যেসব ক্রেতা দোকানে আসেন, তাঁদের নিয়ে ইফতার করার চেষ্টা করি। তিনি বলেন, ক্রেতারা আমাদের লক্ষ্মী।

মোহাম্মদপুরের নুরুল আলম জানান, ‘ইফতারের সময় হলে গোটা রাস্তা যেন রেস্টুরেন্টে পরিণত হয়ে যায়।’ নিউমার্কেট বণিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, ‘এ মার্কেটের ব্যবসায়ীরা সবচেয়ে ব্যস্ত সময় পার করেন রমজানে। তাই ইফতার সারেন দোকানেই। আর ক্রেতারা আমাদের মেহমান। এ কারণে ক্রেতাদের সঙ্গে নিয়েই ইফতার করার চেষ্টা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত