Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধাদের অন্য রকম শ্রদ্ধা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ২৩
বীর মুক্তিযোদ্ধাদের অন্য রকম শ্রদ্ধা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। মঞ্চে উপস্থিত অতিথিরা। মঞ্চের খুব কাছেই সামনে বসা বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ মঞ্চ থেকে নেমে বীর মুক্তিযোদ্ধাদের ‘স্যালুট’ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধাদের প্রতি ওসির এমন শ্রদ্ধা নিবেদন মুক্তিযোদ্ধা ও সুধীজনকে আনন্দে ভাসিয়েছে।

গতকাল দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।

ওসির এমন শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ থেকে নিচে নেমে মুক্তিযোদ্ধাদের যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা অভিভূত। একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিরল এ সম্মানে আমরা আনন্দিত। জীবনে প্রথমবারের মতো এমন সম্মান পেলাম।

অনুভূতি জানিয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীয় বীর। তাঁদের জন্যই আমরা আজ স্বাধীন। তাঁদের স্টেজে বসে সম্মান জানালে বেয়াদবি হবে। সে জন্য মঞ্চ থেকে নিচে নেমে সালাম (স্যালুট) জানাতে পেরে আমি খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত