Ajker Patrika

বাছাই কার্যক্রমে অংশ নিল খুদে ক্রিকেটাররা

শামিমুজ্জামান, খুলনা
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ১৩
বাছাই কার্যক্রমে অংশ নিল  খুদে ক্রিকেটাররা

খুলনা সার্কিট হাউস মাঠ খুদে ক্রিকেটারদের পদচারণায় মুখরিত হয়েছে। প্রত্যেকের লক্ষ আগামী দিনে সাকিব মুশফিকের মতো ক্রিকেটার হওয়া। আর সেই স্বপ্ন বাস্তবায়নে অংশ নিতে এসেছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রমের জেলা পর্যায়ের প্রতিযোগিতায়।

‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডি) ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম সারা দেশব্যাপী চলমান। সেই কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গতকাল হয়েছে খুদে ক্রিকেটারদের বাছাই কার্যক্রম।

এই প্রকল্পটি ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি জেলা থেকে খুদে ক্রিকেটার বাছাই করে তাদের পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড।

বর্তমানে কার্যক্রমটির-১ম পর্ব ‘২০২১ চলমান। ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগে বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে খুলনা বিভাগে। বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ঝিনাইদহ, মাগুরা এবং গতকাল বুধবার খুলনা জেলায় বাছাই কার্যক্রম শেষ হচ্ছে। আগামী ৩০ অক্টোবর বিভাগীয় পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হবে।

ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড’ ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত জানান, প্রাথমিকভাবে প্রতিটি জেলা থেকে ২৬৪ জন করে বাছাই করা হচ্ছে। এদের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে ২৬৪ জনকে বাছাই করা হবে। পরবর্তীতে জাতীয় ভাবে ২৬৪ জনকে বাছাই করে ৫ বছর মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, আগামী দিনে ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যেই তাদের এই কার্যক্রম। এই কার্যক্রমের মধ্যে দিয়েই ভবিষ্যতে দেশ সেরা ক্রিকেটার তৈরি হবে বলে তিনি আশা করেন।

এদিকে আগ্রহ নিয়ে বাছাইয়ে অংশ নিতে এসেছেন খানজাহান আলী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এমরান হোসেন, তিনি বলেন, আগামী দিনে ভাল ক্রিকেটার হতে তিনি এসেছেন। হয়তো এর মধ্যে দিয়েই সে ভাল কিছু করতে পারবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এস মোয়াজ্জেম রশিদী (দোজা) বলেন, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভবিষ্যতে ক্রিকেটারের সৃষ্টি হবে।

গতকাল বেলা ১১টায় খুলনা জেলার খুদে ক্রিকেটারদের বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিউদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত