Ajker Patrika

বোরো চাষের লক্ষ্যমাত্রা ১২৫০ হেক্টর

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৩৯
বোরো চাষের লক্ষ্যমাত্রা ১২৫০ হেক্টর

ঝালকাঠি জেলায় আমন ধান কাটা শুরু না হলেও বোরো ধান চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকেরা। তাঁরা বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্র ও ডিলারদের কাছ থেকে বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করে বীজতলা তৈরি করতে নেমেছে পড়েছেন।

জানা যায়, ঝালকাঠি জেলায় চলতি বছর ১২৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি আমন মৌসুমে ১৮০০ হেক্টরে উন্নত জাতের ধান চাষ রয়েছে। জেলা সদরের বিএডিসি বীজ কেন্দ্র থেকে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া ৪ টন বীজ বিক্রি শেষ হয়েছে এবং জেলার ২৫ জন ডিলারের মাধ্যমে বরাদ্দের ৯৭ টন ধান বীজ বিক্রি হচ্ছে।

জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ও বিনয়কাঠি এবং নলছিটি উপজেলার ভৈরবপাশা ও মগড় ইউনিয়নের ৩০ হাজার একর জুড়ে জলাবদ্ধতা থাকে। এই সকল ইউনিয়নের জলাবদ্ধ থাকা গ্রামগুলিতে কৃষকেরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত