Ajker Patrika

মুশফিক-মিরাজদের আফগান পরীক্ষা সহজ নয়

তাসনীম হাসান, চট্টগ্রাম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৫
মুশফিক-মিরাজদের আফগান পরীক্ষা সহজ নয়

আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ঠাঁই না পাওয়া এই দুই লেগ স্পিনারই যেন হয়ে উঠলেন মহাগুরুত্বপূর্ণ! তামিম ইকবালকে লম্বা সময় বোলিং করতে না করতেই দুজনের ডাক পড়ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও ইয়াসির আলী রাব্বীর নেটে। কখনো ডেকে নিচ্ছেন লিটন দাস-মাহমুদুল হাসানও।

দলে না থাকলেও নেটে বিপ্লব-রিশাদের এত চাহিদা কেন? দলের সঙ্গে দুই রিস্ট স্পিনারকে চট্টগ্রামে উড়িয়ে আনার পেছনে একটাই লক্ষ্য। দুজনের বিপক্ষে খেলে আফগান বোলিং বিস্ময় রশিদ খান পরীক্ষায় উতরে যাওয়ার প্রস্তুতি নেওয়া। অবশ্য একা রশিদ খান সিঁদুরে মেঘ হয়ে দেখা দিচ্ছেন না তামিম ইকবালদের সামনে, পুরো আফগান দলটাই তো ভয়ংকর! নিজেদের দিনে কঠিন পরীক্ষা নিতে পারে যে কারও।

গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যে ওয়ানডেতে সমীহ করার মতো দলই হয়ে উঠেছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ে স্কোরলাইন তাই এখনো তামিমদের দিকেই হেলে—৫: ৩। তবে এ পরিসংখ্যানের ভেতরেই লুকিয়ে আছে এক অমোঘ সতর্কসংকেতও। বাংলাদেশ যে তিনবার ওয়ানডেতে রশিদদের বিপক্ষে হেরেছে, দুবারই ঘরের মাঠে।

বাংলাদেশের আরও একটি ভাবনার বিষয় হচ্ছে, এই আফগান দলের বিপক্ষে বেশি না খেলার অভিজ্ঞতা। তার মধ্যে রশিদ খান এখনো আছেন স্বপ্নের ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর সঙ্গে আলো ছড়িয়েছেন মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজরা। আরেক রহস্য-স্পিনার মুজিব উর রহমানের তো গত কয়েক দিন বিপিএলে খেলে হাতের তালুর মতো চেনা হয়ে গেছে মিরপুর-জহুর আহমেদের ২২ গজ। অবশ্য বাংলাদেশ দলের প্রায় সবারই বিপিএলে দারুণ সময় গেছে।

দ্বিপক্ষীয় সিরিজগুলোও এখন আর শুধু ‘লড়াই’ নামের ছোট্ট শব্দে আটকে নেই, ওয়ানডে সুপার লিগের কারণে এখন প্রতিটি ম্যাচই হয়ে দাঁড়িয়েছে সমান গুরুত্বপূর্ণ। ঘরে-বাইরে সর্বশেষ দুই ওয়ানডে সিরিজ জয়ে সুপার লিগের সেই তালিকায় বাংলাদেশের নামটা ওপরের দিকেই আছে (৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে)। তবে তালিকার ১৩ দলের মধ্যে একমাত্র আফগানিস্তানেরই আছে সব ম্যাচে জয়ের দারুণ রেকর্ড।

এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে এখানকার কন্ডিশনে পরিচিত হয়েছে আফগানিস্তান। গতকাল সকালে জহুর আহমেদেও বেশ লম্বা সময় ঝালিয়ে নিয়েছে তারা। ঘরের মাঠ হলেও তাই আফগানদের হেলায় হারানো কঠিনই। ঢাকা থেকে রওনা দেওয়ার আগে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘হোয়াইটওয়াশ বলা যাবে না। আমরা ভালো ক্রিকেট খেলব এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে।’ আর তাসকিন আহমেদ বলেছেন, ‘আফগান সিরিজে আমরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারব।’

প্রত্যাশিত ফল পেতে গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছে বিকেলেই মাঠে চলে এসেছেন মুশফিক-মিরাজরা। বিপিএলের ফাইনালে খেলায় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম দলে যোগ দেবেন আজ। সাকিব-তামিমরা বিপিএলের ছন্দ ওয়ানডেতে অনুবাদ করতে পারলেই শুধু সহজ হতে পারে আফগান-পরীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত