Ajker Patrika

এ সপ্তাহের ও টি টি

এ সপ্তাহের ও  টি  টি

সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
পাফ ড্যাডি (বাংলা সিনেমা)
অভিনয়: আজাদ আবুল কালাম, পরীমণি, সজল প্রমুখ।
দেখা যাবে: বঙ্গবিডি
গল্পসংক্ষেপ: রাজনীতিবিদ থেকে সিনেমার নায়িকা—সবার ওপরেই আছে ড্যাডির প্রভাব! কিন্তু কে এই ড্যাডি? উঠতি এক নায়িকা নিজের সিনেমা হিট করানোর জন্য ছুটে যায় পাফ ড্যাডির কাছে। অন্যদিকে, উদীয়মান এক রাজনীতিবিদও ক্ষমতা জয়ের আশায় নিয়মিত ধরনা দেয় পাফ ড্যাডির কাছে। বাদ পড়ে না প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ। কিন্তু কে এই পাফ ড্যাডি, কী এমন ক্ষমতা তার? সেই ড্যাডির গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিনেমা ‘পাফ ড্যাডি’। 
 
জেলার (হিন্দি ভাষায় দক্ষিণী সিনেমা)
অভিনয়: রজনীকান্ত, তামান্না ভাটিয়া, বিনায়কন, রাম্য কৃষ্ণন।
দেখা যাবে: প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সাবেক জেলারের ছেলে। ছেলের সন্ধানে নামতেই হুমকির মুখে পড়ে জেলার ও তার পরিবার। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও লাভ হয় না কোনো। শেষ পর্যন্ত নিজেই সন্তানের খোঁজে নেমে পড়ে জেলার। নিজের দক্ষতা, বুদ্ধি আর সততায় ভর করে ঠিকই ধরাশায়ী করে শত্রুকে, উদ্ধার করে আনে নিজের ছেলেকে। তখনো সে জানত না জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই অপেক্ষা করছে তার জন্য।
 
দ্য লিটল মারমেইড (ইংলিশ সিনেমা)
অভিনয়: হ্যালি বেইলি, ডেভিড ডিগস প্রমুখ।
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: মানুষদের নিয়ে মারমেইড প্রিন্সেস এরিয়ালের আগ্রহের শেষ নেই। কিন্তু তার বাবা রাজা ট্রাইটনের কড়া নিষেধ, মানবজাতির ধারেকাছে যাওয়া যাবে না। কারণ মারমেইড রানী অর্থাৎ এরিয়ালের মা খুন হয়েছিল মানুষের হাতে। এক ঝড়ের দিনে জাহাজ ভেঙে সাগরে ডুবে যায় সাগরতীরবর্তী এক রাজ্যের প্রিন্স এরিক। এরিয়াল জীবন বাঁচায় তার। কিন্তু নিয়ম ভাঙার দায়ে এরিয়ালের ওপর খেপে যান মারমেইড রাজা ট্রাইটন।
 
লক্ষ্মী ছেলে (বাংলা সিনেমা)
অভিনয়: চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস প্রমুখ।
দেখা যাবে: সনি লিভ
গল্পসংক্ষেপ: চারটি হাত নিয়ে জন্ম নেয় এক শিশু। মেডিকেল সায়েন্স বলে ‘অস্বাভাবিক শিশু’, ধর্ম বলে লক্ষ্মীদেবী। বিজ্ঞানের ব্যাখ্যায় এর যুক্তি মিললেও অন্ধবিশ্বাসে এর যুক্তি আলাদা, অবান্তর। কুসংস্কার বনাম বিজ্ঞানের এমনই এক দ্বন্দ্ব ফুটে উঠেছে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত