Ajker Patrika

দক্ষতাবলেই সফল হচ্ছেন নারীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ০৪
দক্ষতাবলেই সফল হচ্ছেন নারীরা

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রশাসন ও বেসরকারি সংস্থা। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জয়িতাদের সংবর্ধনা।

বন্দরবানে আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া নারীকে জাগিয়ে তোলার কাজ করেছেন। তবে তিনি পুরুষের বিরুদ্ধে নারীকে জাগাননি, তিনি পুরুষের সঙ্গে সংহতি রেখেই নারীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন্ত্রে দীক্ষিত করার কাজ করেছেন। তাঁর সেই চেষ্টা সফল হয়েছে। নারীরা এখন যোগ্যতা ও দক্ষতাবলে নানা অঙ্গনে সাফল্য অর্জন করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ৩ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সফল জননী নুরুন নাহার বেগম, শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল নারী ডা. দীপ্তি বড়ুয়া ও সমাজসেবা ক্ষেত্রে ডচিং মারমা। জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক।

খাগড়াছড়ি: জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ক্রোসাক্রো চৌধুরী। অনুষ্ঠানে জেলার সফল ৫ জন নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে খাগড়াছড়ি পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থানীয় কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। এতে ৩ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

লক্ষ্মীছড়ি: লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় শিক্ষায় অবদানের জন্য মিতা চাকমাকে সংবর্ধনা ও উপজেলা মহিলা সমিতিকে আর্থিক অনুদান দেওয়া হয়। ইউএনও মো. ইয়াছিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী।

মানিকছড়ি: মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম। এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী প্রমুখ। সভায় উদ্যোক্তা আমেনা আক্তারকে জয়িতা পদকে মনোনীত করা হয়।

মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. হেদায়েত উল্যাহ। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল প্রমুখ। সভা শেষে ৩ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাইয়ে ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। এতে অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা প্রমুখ। পরে রওশন শরীফ তানি, আয়েশা বেগম ও অংক্রানু মারমাকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

বাঘাইছড়ি: বাঘাইছড়িতে গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন হয়। উপজেলা শাখা দুর্নীতি দমন কমিশনের সভাপতি সুমিতা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম।

নানিয়ারচর: নানিয়ারচরে উপজেলা মহিলা অধিদপ্তরে আয়োজনে এবং উইপ ও লীন প্রকল্পের সহযোগিতায় ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউএনও শিউলি রহমান তিন্নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত