Ajker Patrika

ব্যাংক হিসাব জটিলতায় আটকে আছে ৩০ হাজার শিক্ষার্থীর বৃত্তির টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭: ৩৯
ব্যাংক হিসাব জটিলতায় আটকে আছে ৩০ হাজার শিক্ষার্থীর বৃত্তির টাকা

ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতায় মাধ্যমিক স্তরের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আটকে আছে। একাধিকবার এসব ব্যাংক হিসাব সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিলেও তেমন সাড়া পাওয়া যায়নি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয় শাখা) অধ্যাপক সিরাজুল ইসলাম খান গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএস স্কিমের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। কিন্তু অনেক শিক্ষার্থীর ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর, হিসাব নম্বরধারীর একক বা যৌথ নামের ভিন্নতা এবং হিসাব নিষ্ক্রিয় থাকার কারণে বৃত্তির অর্থ পাঠানো যাচ্ছে না।

মাউশি সূত্র জানায়, ব্যাংক-সংক্রান্ত জটিলতায় ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছরের বৃত্তির অর্থ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠানো যাচ্ছে না। একাধিকবার ব্যাংক হিসাব সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, যেসব শিক্ষার্থীর ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের তথ্য ২০ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে। শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

কত শিক্ষার্থীর ব্যাংক হিসাব-সংক্রান্ত জটিলতায় বৃত্তির অর্থ পাচ্ছে না, এমন প্রশ্নে সিরাজুল ইসলাম বলেন, খসড়া তথ্যানুযায়ী, প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কয়েক কোটি টাকা আটকে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত