Ajker Patrika

কক্সবাজারে প্রস্তুত ৩০৪ মণ্ডপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ১৫
কক্সবাজারে প্রস্তুত ৩০৪ মণ্ডপ

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে কক্সবাজারের পাড়া-মহল্লা ও মন্দির সেজেছে নতুন রূপে। ঘরে ঘরে চলছে নানা আয়োজন। ইতিমধ্যে জেলার নয় উপজেলার মণ্ডপে মণ্ডপে থাকা প্রতিমা সাজাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আগামীকাল সোমবার (১১ অক্টোবর) থেকে জেলার ৩০৪টি মণ্ডপে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে ১৪৯টিতে প্রতিমা ও ১৫৫টি মণ্ডপে ঘট পূজার আয়োজন রয়েছে। আগামী শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়াদশমীর দিন কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবে। ওই দিনে সৈকতের লাবণী পয়েন্টে লাখো মানুষের সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে এ উৎসবের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে গতকাল শনিবার শহরের লালদীঘির পাড়ের ব্রাহ্ম মন্দিরে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। এতে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি রতন দাশ, স্বপন পাল (নাজির), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, সরূপম পাল পাঞ্জু, মহিলা সম্পাদিকা দীপ্তি শর্মা, অ্যাডভোকেট প্রতিভা দাশ, কক্সবাজার পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক বাবলা পাল উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রনজিত দাশ বলেন, দুর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব পালন করা হবে।

উদ্‌যাপন কমিটি সূত্র জানায়, এবার নবগঠিত ঈদগাহ উপজেলাসহ সদরে ৩৪টি প্রতিমা পূজা ও ২০টি ঘট পূজা হবে। এ ছাড়া কক্সবাজার পৌরসভায় ১১টি প্রতিমা ও ০৯টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। আর রামুর ২২টি প্রতিমা ও ১০টি ঘট পূজা, পেকুয়ায় ৬টি প্রতিমা ও ৩টি ঘট পূজা, চকরিয়ায় ৪৮টি প্রতিমা ও ৪৩টি ঘট পূজা, কুতুবদিয়ায় ১৩টি প্রতিমা ও ৩২টি ঘট পূজা, মহেশখালীতে ১টি প্রতিমা ও ৩০টি ঘট পূজা, উখিয়ার ৭টি প্রতিমা ও ৮টি ঘট পূজা, টেকনাফে ৬টি প্রতিমা পূজা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১টি প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত