Ajker Patrika

দিনভর টিপ টিপ বৃষ্টি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ১৬
দিনভর টিপ টিপ বৃষ্টি

ভোর থেকে টিপ টিপ বৃষ্টি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে অল্প সময়ের জন্য রোদের ঝিলিক দেখা গেলেও মেঘমুক্ত হয়নি আকাশ। কিছু সময় পরেই আবার বৃষ্টি। কখনো টিপটিপ আর কখনো ঝিরিঝিরি ধারায়। মেঘ-বৃষ্টির সঙ্গে প্রকৃতি কিছুটা কুয়াশাচ্ছন্নও দেখা যায়।

কার্তিকের বৃষ্টি আর হিম শীতল আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর, ছোট যানবাহন চালকসহ খেটে খাওয়া মানুষেরা।

গতকাল দুপুরেও শীতল অনুভূতি জানান দেয় কার্তিকের বৃষ্টির কাঁধে চরেই আগমন হচ্ছে শীতের! সোমবার দুপুর থেকে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে শীতলতাও ঘিরে ধরে চারপাশে। বৃষ্টির ফোঁটা শরীরে পড়লে হিমশীতল অনুভূতি হয় বলে জানান অনেকেই।

এদিকে, সকাল থেকে টানা বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এসএসসি ও স্নাতক (সম্মান) পরীক্ষার্থীদের।

শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে বাইরে বের হয়ে বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে। দুপুর ১টা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। রাস্তায় ইজিবাইক না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে।

এদিকে, এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক মিয়াউল আলম চৌধুরী বলেন, ‘পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে গাড়িতে উঠতে গিয়ে ভিজে গেছি। সারাপথ বৃষ্টি। আর এ সময়ের বৃষ্টির পানি ভীষণ ঠান্ডা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত