Ajker Patrika

জন্ম–মৃত্যু সনদ সেবায় মনিরামপুর শ্রেষ্ঠ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৪৮
জন্ম–মৃত্যু সনদ সেবায় মনিরামপুর শ্রেষ্ঠ

জন্ম ও মৃত্যু সনদ বিতরণের বিশেষ অবদান রাখায় যশোর জেলার আটটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মনিরামপুর।

গত সেপ্টেম্বর মাসের এই কার্যক্রম পর্যালোচনায় মনিরামপুর উপজেলা ও এখানকার চারটি ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ঘোষণা করা জেলা প্রশাসন।

গতকাল বুধবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক সভায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

ইউনিয়নগুলো হলো মনিরামপুরের হরিদাসকাটি, রোহিতা, নেহালপুর ও ঢাকুরিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট ও সনদ নিয়েছেন মনিরামপুরের হরিদাসকাটি ইউপির চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে ও সচিব নাজমা খাতুন, রোহিতা ইউপির চেয়ারম্যান আবু আনছার সরদার ও সচিব কৃষ্ণগোপাল মুখার্জি, নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত ও সচিব অলক কুমার অধিকারী এবং ঢাকুরিয়া ইউপির চেয়ারম্যান এরশাদ আলী ও সচিব মিজানুর রহমান।

একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে সম্মাননা পেয়েছেন উপজেলার রোহিতা ইউপির আলম হোসেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন মোহাম্মদ শওকতসহ জেলার অন্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত ইউপি সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘সেপ্টেম্বরের পাশাপাশি আগস্ট মাসের জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে রোহিতা ইউনিয়ন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত