Ajker Patrika

পীরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১: ৩৭
পীরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কক্সবাজারের দরিয়ানগর বড়ছড়া গ্রামের একটি স্কুল ও মসজিদ দখল করে রাজারবাগী পীরের আস্তানা তৈরি করা হয়েছে। এমন অভিযোগে তুলে পীরের আস্তানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।

গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে কয়েক শ নারী-পুরুষ ও শিশু অংশ নেয়।

সমাবেশ বক্তারা অভিযোগ করেন, ‘প্রায় এক যুগ ধরে দরিয়ানগরবাসী রাজারবাগী পীরের গ্রুপের হাতে জিম্মি রয়েছে। এখানকার অধিকাংশ মানুষই অশিক্ষিত। ২০০৭ সালে ‘‘মুক্তিযুদ্ধের সপক্ষের পীরের’’ তকমা লাগিয়ে রাজারবাগী পীরের লোকজন এখানকার ঐতিহ্যবাহী ‘ঝাউবন প্রাথমিক বিদ্যা নিকেতন’ স্কুলের এক একর জমিসহ দখল করে ‘মাদ্রাসার’ নামে আস্তানা গড়ে তোলেন। তবে এখানে স্থানীয় কোনো শিশুকে সেখানে ভর্তি করানো হয় না। বর্তমানে এখানে মাত্র ৬ জন কথিত শিক্ষার্থী রয়েছে, যারা অন্য এলাকার ছেলে।’

মানববন্ধন ও সমাবেশ শেষে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

সাংবাদিক আহমদ গিয়াসের সভাপতিত্বে সমাবেশে কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ, কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক এইচ এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত