Ajker Patrika

সহিংসতার ঘটনায় আট মামলা

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ০৭
সহিংসতার ঘটনায় আট মামলা

কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে সৃষ্ট সহিংসতার ঘটনায় কোতয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি থানায় এ পর্যন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াত সমর্থিত তিন কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতিসহ ৭৯২ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৯২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

মামলায় জামায়াত সমর্থিত ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকরাম হোসেন বাবু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন ও জামাত নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার নাম রয়েছে।

এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির গতকাল সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। ১৫ দিনের সময় বাড়ানোর কথা জানান তদন্ত দলের সদস্য আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করে তদন্ত করতে গেলে অসম্পূর্ণ থাকতে পারে।

অপরদিকে পূজামণ্ডপের ঘটনায় নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সহিংসতার প্রতিবাদে নগরীতে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন সংগঠনের সভা, মানববন্ধন ও সমাবেশ।

গতকাল বিকেলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে নগরীর টাউন হলে গণজমায়েত করে জেলা মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত