Ajker Patrika

রাবিতে যোগ দিলেন বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
রাবিতে যোগ দিলেন বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) প্রথম বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা যোগদান করেছেন। গতকাল বুধবার তাঁর যোগদানের সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক সনৎকুমার সাহা রাবির প্রথম বঙ্গবন্ধু অধ্যাপক। একটি নির্বাচনী বোর্ডের মাধ্যমে মনোনয়নের পর ৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইবিএস বোর্ড অব গভর্নরসের সভার সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৯তম সভায় তাঁর নিয়োগ অনুমোদন করা হয়। গত ১১ ডিসেম্বর এ সভা হয়।

অধ্যাপক সনৎকুমার সাহার জন্ম ১৯৪১ সালের ১৮ ফেব্রুয়ারি। ১৯৬২ সালের ১৪ নভেম্বর তিনি রাবির অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের প্রয়াসে প্রবাসী বাংলাদেশ সরকারের প্ল্যানিং সেলে তিনি অর্থনীতিবিদ হিসেবে যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি রাবি থেকে অবসর নেন। তারপর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেয়েছেন। সনৎকুমার সাহার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত