Ajker Patrika

মঞ্চায়ন হলো নাটক ‘মুজিব মানে মুক্তি’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ৫৭
মঞ্চায়ন হলো নাটক ‘মুজিব মানে মুক্তি’

কুমিল্লা অজিত গুহ কলেজ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত নাটক ‘মুজিব মানে মুক্তি’। গত রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। এতে ব্রিটিশবিরোধী আন্দোলন, ২৩ বছরের পাকিস্তানি অপশাসন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলে দেশ গঠন এবং তাঁর হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।

বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানে মুক্তি’। আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মূল প্রতিপাদ্য।

এ ছাড়া ‘মুজিব মানে মুক্তি’ নাটকে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবন, মহান সংগ্রামী জীবন ও মৃত্যু ক্রমান্বয়ে সন্নিবেশিত হয়েছে।

নাটকটিতে পাকিস্তানি হানাদারদের সহযোগী যুদ্ধাপরাধীদের হিংস্র চিত্রও তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে নাটকটিতে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবন দুটিই সমগুরুত্বে উপস্থাপিত হয়।

এর গ্রন্থনা, পরিকল্পনা, সুর সংযোজনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার লিয়াকত আলী লাকী।

মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মো. শওকত ওসমান, অজিত গুহ কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্য নির্দেশক হাবিব তারাশি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মো. কামরুৱ রশিদ, নাটক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক নাজমা আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত