Ajker Patrika

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেসিদের এই বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছে ডকুফিল্ম ‘মুচাচোস’। গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই সিনেমা এবার দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের দর্শক। আজ থেকে মুচাচোস দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়।

২০২২ বিশ্বকাপ ছিল বিশ্বকাপের অন্যতম সেরা আসর। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি। সব মিলিয়ে আর্জেন্টিনার সমর্থকদের জন্য কাতার বিশ্বকাপ ছিল স্বপ্নের এক আসর। বিশ্বকাপের এসব ঘটনা উঠে এসেছে মুচাচোসে। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যের এই ডকুফিল্ম।

দেশে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছে কোটি মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারা দেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। বাংলাদেশের সমর্থকদের এ উন্মাদনা দেখে রীতিমতো অবাক হয়েছেন আর্জেন্টিনার মানুষও। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের এই মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবে না সহজে। এই ভক্ত-সমর্থকদের জন্যই মুচাচোস সিনেমাটি নিয়ে এসেছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত