রংপুর প্রতিনিধি
কখনো অসহায় সেজে বাড়িতে প্রবেশ, কখনো ঘরের কাজে সহায়তা আবার কখনো বন্ধুত্ব গড়ে খাবারে বিশেষ ধরনের ওষুধ মিশিয়ে অচেতন করে অর্থ, স্বর্ণালংকারসহ দামি জিনিস লুটে নিতেন তাঁরা। রংপুরে এমন অজ্ঞান পার্টি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনেক স্বর্ণালংকার ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এর মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মহারানী পারভিন (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরুজ মিয়া (২২), পাপন চন্দ্র মহন্ত (২২), রাশিদুল ইসলাম (৩০), মঞ্জুয়ারা বেগম (৩৫) ও পীরগাছা উপজেলার হবিবর রহমান (৩৮)। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সোনার ৩টি আংটি ও ২টি নাকফুল, রুপার ২টি চেইন, ১টি রুপার ব্রেসলেট, ৬টি রুপার নূপুর, ২টি রুপার পায়ের আংটি, ১ জোড়া রুপার কানের দুল ও ৭ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, পীরগাছা থানার একটি দল ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল টানা কয়েক দিন যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।
আশরাফুল আলম পলাশ আরও জানান, কিছুদিন আগে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া এলাকার আজগার আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। একজন নারী তাঁদের বাড়ি এসে রান্নার কাজে সহযোগিতা করার সময় কৌশলে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খাওয়ার পর ওই দিন রাতে বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়েন।
এরপর অজ্ঞাতনামা চোরেরা তাঁদের বাড়ি থেকে মোটরসাইকেল, অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আজগার আলী ৩ অক্টোবর পীরগাছা থানায় মঞ্জুয়ারা বেগম ও হবিবর রহমানের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর দলের অন্যতম সদস্য মঞ্জুয়ারা বেগমকে গাইবান্ধা জেলার ধাপেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মঞ্জুয়ারার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুর, রংপুর জেলার পীরগঞ্জ ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে মঞ্জুয়ারা বেগম ও মহারানী পারভিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কখনো অসহায় সেজে বাড়িতে প্রবেশ, কখনো ঘরের কাজে সহায়তা আবার কখনো বন্ধুত্ব গড়ে খাবারে বিশেষ ধরনের ওষুধ মিশিয়ে অচেতন করে অর্থ, স্বর্ণালংকারসহ দামি জিনিস লুটে নিতেন তাঁরা। রংপুরে এমন অজ্ঞান পার্টি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনেক স্বর্ণালংকার ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এর মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মহারানী পারভিন (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরুজ মিয়া (২২), পাপন চন্দ্র মহন্ত (২২), রাশিদুল ইসলাম (৩০), মঞ্জুয়ারা বেগম (৩৫) ও পীরগাছা উপজেলার হবিবর রহমান (৩৮)। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সোনার ৩টি আংটি ও ২টি নাকফুল, রুপার ২টি চেইন, ১টি রুপার ব্রেসলেট, ৬টি রুপার নূপুর, ২টি রুপার পায়ের আংটি, ১ জোড়া রুপার কানের দুল ও ৭ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, পীরগাছা থানার একটি দল ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল টানা কয়েক দিন যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।
আশরাফুল আলম পলাশ আরও জানান, কিছুদিন আগে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া এলাকার আজগার আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। একজন নারী তাঁদের বাড়ি এসে রান্নার কাজে সহযোগিতা করার সময় কৌশলে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খাওয়ার পর ওই দিন রাতে বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়েন।
এরপর অজ্ঞাতনামা চোরেরা তাঁদের বাড়ি থেকে মোটরসাইকেল, অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আজগার আলী ৩ অক্টোবর পীরগাছা থানায় মঞ্জুয়ারা বেগম ও হবিবর রহমানের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর দলের অন্যতম সদস্য মঞ্জুয়ারা বেগমকে গাইবান্ধা জেলার ধাপেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মঞ্জুয়ারার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুর, রংপুর জেলার পীরগঞ্জ ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে মঞ্জুয়ারা বেগম ও মহারানী পারভিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫