Ajker Patrika

সবচেয়ে গভীরের মাছ

আজকের পত্রিকা ডেস্ক
সবচেয়ে গভীরের মাছ

সমুদ্রের ৮ হাজার ৩৩৬ মিটার গভীরে সাঁতার কাটছে কয়েকটি মাছ। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গেছে জাপানের দক্ষিণের সাগরে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের সবচেয়ে গভীরে সাঁতার কাটার ক্ষেত্রে এটিই রেকর্ড। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটি আসলে স্নেইল ফিশ বা শামুকজাতীয় মাছ। প্রশান্ত মহাসাগরের ইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে সমুদ্রের তলদেশে বিশেষ ল্যান্ডারে ক্যামেরা বসিয়ে এই মাছের ভিডিওটি করা হয়।

সাধারণত সমুদ্রের এত নিচে মাছের জন্য বেঁচে থাকা বেশ কঠিন। বিজ্ঞানীরা বলছেন, স্নেইল ফিশ সব ধরনের প্রতিকূলতা ছাপিয়ে খুব সহজেই সাঁতার কাটতে পারে। এর আগে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে সমুদ্রের ৮ হাজার ১৭৮ মিটার গভীরে সাঁতার কাটতে দেখা গেছে মাছকে। সেটিই এত দিন রেকর্ড ছিল।

১০ বছর আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গভীর সমুদ্রবিষয়ক একদল গবেষক ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন ৮ হাজার ২০০ থেকে ৮ হাজার ৪০০ মিটার গভীরেও সাঁতার কাটতে দেখা যাবে কোনো মাছকে। সেই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হলো।

সাঁতার কাটার ভিডিও করার কাজে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক জেমিসন। জুভেনিল সিউডোলিপারিস নামের মাছটি ভিডিও করতে একটি জাহাজ থেকে পানির নিচে ফেলা হয় শক্ত কাঠামো। তাতে বসানো ছিল ক্যামেরা। এমনকি মাছের আকর্ষণের জন্য তাতে রাখা হয়েছিল বিশেষ টোপ।

পানির এত গভীরে মাছ সাঁতার কাটতে না পারলেও এর কাছাকাছি গভীরে সাঁতার কাটে শামুক মাছের আরও অনেক প্রজাতি। বিজ্ঞানীরা বলছেন, স্নেইল ফিশ বা শামুক মাছের তিন শর বেশি প্রজাতি রয়েছে। এদের বেশির ভাগই অগভীর জলের প্রাণী। এদের দেখা যায় নদীর মোহনায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত