Ajker Patrika

বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৯
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না

গাজীপুরের শ্রীপুরে বোনের বাড়িতে বেড়ানো শেষে গত বুধবার বিকেলে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন হাসনা হেনা (৬০)। পথে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাটি উল্টে গুরুতর আহত হন তিনি। আহত হাসনাকে হাসপাতালে নেওয়ার পথে বুধবার রাতে তিনি মারা যান।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের পটকা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত হাসনা হেনা পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের মো. হাজিদ আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনাঢ গুরুতর আহত হাসনাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. উজ্জ্বল হোসেন বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত