যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সেই কাদার সড়ক দুটি পাকা করার কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাস্তায় বালি ফেলছেন ঠিকাদার। কাদায় দীর্ঘ ভোগান্তির পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। সড়ক দুটি পাকা করার জন্য সাত মাস খুঁড়ে রেখেই মেয়াদ শেষ করে ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় রাস্তা দুটি দিয়ে চলাচলকারীদের।
এ নিয়ে গত ১৪ ডিসেম্বর ‘সড়ক খুঁড়ে রেখে মেয়াদ পার’ ও ১৯ জুলাই ‘খোঁড়া সড়কে ভোগান্তি’ শিরোনামে আজকের পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়ক দুটিতে যে বালি ফেলা হচ্ছে তা পাশের একটি পুকুর থেকে তুলে আনা হচ্ছে, যা বেআইনি। তবে সড়ক পাকা হচ্ছে তাতেই খুশি এলাকাবাসী।
হানুয়ার গ্রামের পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন বলেন, ‘বহু বছর কাদার কারণে বর্ষার সময় হানুয়ার গ্রামের রাস্তাগুলোতে চলাচলে আমাদের কষ্ট পেতে হতো। এখন গ্রামের অনেক রাস্তা পাকা ও ইটের সলিং হয়েছে। ৭-৮ মাস আগে গ্রামের আরও দুটো রাস্তা পাকা করার জন্য খোঁড়া হয়। কিন্তু রাস্তা খোঁড়ার পর ঠিকাদার আর কাজ করেননি। ২-৩ ফুট গভীর করে খুঁড়ে রাখা রাস্তায় বৃষ্টিতে কাদা হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছিল না। এখন দেখছি রাস্তায় বালি দিচ্ছে। এবার বৃষ্টি হলে আর চলাচলে কষ্ট হবে না।’
গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন। গত জুন মাসে রাস্তা খুঁড়ে রাখে ঠিকাদারের লোকজন। এর পর আর কাজ হয়নি রাস্তায়। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাস্তার কাজের মেয়াদ শেষ হয়েছে।
মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ‘ঠিকাদারকে চাপ দিয়েছি। এর পর বালি ফেলার কাজ শুরু হয়েছে। ৮-১০ দিন ধরে রাস্তায় কাজ চলছে।’
যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সেই কাদার সড়ক দুটি পাকা করার কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাস্তায় বালি ফেলছেন ঠিকাদার। কাদায় দীর্ঘ ভোগান্তির পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। সড়ক দুটি পাকা করার জন্য সাত মাস খুঁড়ে রেখেই মেয়াদ শেষ করে ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় রাস্তা দুটি দিয়ে চলাচলকারীদের।
এ নিয়ে গত ১৪ ডিসেম্বর ‘সড়ক খুঁড়ে রেখে মেয়াদ পার’ ও ১৯ জুলাই ‘খোঁড়া সড়কে ভোগান্তি’ শিরোনামে আজকের পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়ক দুটিতে যে বালি ফেলা হচ্ছে তা পাশের একটি পুকুর থেকে তুলে আনা হচ্ছে, যা বেআইনি। তবে সড়ক পাকা হচ্ছে তাতেই খুশি এলাকাবাসী।
হানুয়ার গ্রামের পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন বলেন, ‘বহু বছর কাদার কারণে বর্ষার সময় হানুয়ার গ্রামের রাস্তাগুলোতে চলাচলে আমাদের কষ্ট পেতে হতো। এখন গ্রামের অনেক রাস্তা পাকা ও ইটের সলিং হয়েছে। ৭-৮ মাস আগে গ্রামের আরও দুটো রাস্তা পাকা করার জন্য খোঁড়া হয়। কিন্তু রাস্তা খোঁড়ার পর ঠিকাদার আর কাজ করেননি। ২-৩ ফুট গভীর করে খুঁড়ে রাখা রাস্তায় বৃষ্টিতে কাদা হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছিল না। এখন দেখছি রাস্তায় বালি দিচ্ছে। এবার বৃষ্টি হলে আর চলাচলে কষ্ট হবে না।’
গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন। গত জুন মাসে রাস্তা খুঁড়ে রাখে ঠিকাদারের লোকজন। এর পর আর কাজ হয়নি রাস্তায়। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাস্তার কাজের মেয়াদ শেষ হয়েছে।
মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ‘ঠিকাদারকে চাপ দিয়েছি। এর পর বালি ফেলার কাজ শুরু হয়েছে। ৮-১০ দিন ধরে রাস্তায় কাজ চলছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫