Ajker Patrika

মনিরামপুরে পাকা হচ্ছে সেই কাদার সড়ক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ২১
মনিরামপুরে পাকা হচ্ছে সেই কাদার সড়ক

যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সেই কাদার সড়ক দুটি পাকা করার কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাস্তায় বালি ফেলছেন ঠিকাদার। কাদায় দীর্ঘ ভোগান্তির পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। সড়ক দুটি পাকা করার জন্য সাত মাস খুঁড়ে রেখেই মেয়াদ শেষ করে ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় রাস্তা দুটি দিয়ে চলাচলকারীদের।

এ নিয়ে গত ১৪ ডিসেম্বর ‘সড়ক খুঁড়ে রেখে মেয়াদ পার’ ও ১৯ জুলাই ‘খোঁড়া সড়কে ভোগান্তি’ শিরোনামে আজকের পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়ক দুটিতে যে বালি ফেলা হচ্ছে তা পাশের একটি পুকুর থেকে তুলে আনা হচ্ছে, যা বেআইনি। তবে সড়ক পাকা হচ্ছে তাতেই খুশি এলাকাবাসী।

হানুয়ার গ্রামের পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন বলেন, ‘বহু বছর কাদার কারণে বর্ষার সময় হানুয়ার গ্রামের রাস্তাগুলোতে চলাচলে আমাদের কষ্ট পেতে হতো। এখন গ্রামের অনেক রাস্তা পাকা ও ইটের সলিং হয়েছে। ৭-৮ মাস আগে গ্রামের আরও দুটো রাস্তা পাকা করার জন্য খোঁড়া হয়। কিন্তু রাস্তা খোঁড়ার পর ঠিকাদার আর কাজ করেননি। ২-৩ ফুট গভীর করে খুঁড়ে রাখা রাস্তায় বৃষ্টিতে কাদা হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছিল না। এখন দেখছি রাস্তায় বালি দিচ্ছে। এবার বৃষ্টি হলে আর চলাচলে কষ্ট হবে না।’

গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন। গত জুন মাসে রাস্তা খুঁড়ে রাখে ঠিকাদারের লোকজন। এর পর আর কাজ হয়নি রাস্তায়। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাস্তার কাজের মেয়াদ শেষ হয়েছে।

মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ‘ঠিকাদারকে চাপ দিয়েছি। এর পর বালি ফেলার কাজ শুরু হয়েছে। ৮-১০ দিন ধরে রাস্তায় কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত