Ajker Patrika

বিনা ভোটে ২২ চেয়ারম্যান

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ১০
বিনা ভোটে ২২ চেয়ারম্যান

চট্টগ্রাম ও কক্সবাজারে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে গত বৃহস্পতিবার।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একক প্রার্থী হিসেবে চট্টগ্রামে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ২২ জন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রায় ২০০ জন বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার সব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করছেন দলটির বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের রাউজানে ১৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে একক প্রার্থী হিসেবে সবাই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

রাউজানের ১৪ ইউপিতে আওয়ামী লীগের সেসব প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, তাঁরা হলেন- হলদিয়া ইউপিতে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ায় আব্দুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউপিতে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার বাঁশি, বিনাজুরীতে রবিন্দ্রলাল চৌধুরী, রাউজান সদরে জসিম উদ্দিন হিরু, কদলপুরে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলিতে রোকনউদ্দিন, পূর্ব গুজরায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, গুজরায় লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়ায় মো. বাবুল মিয়া, বাগোয়ানে ভূপেষ বড়ুয়া ও নোয়াজিষপুরে সরোয়ার্দী সিকদার।

এদিকে হাটহাজারীর দুই ইউপিতে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন গুমানমর্দন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান আর মেখলে আওয়ামী লীগের প্রার্থী মো. সালাহউদ্দিন চৌধুরী।

রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ায় একক প্রার্থী হিসেবে ৬ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

যাঁরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, তাঁরা হলেন- পারুয়া ইউপিতে একতেহার হোসেন, পোমরায় জহির আহমদ চৌধুরী, সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শিলক ইউপিতে নজরুল ইসলাম তালুকদার, পদুয়ায় আবু জাফর ও চন্দ্রঘোনা-কদমতলীতে ইদ্রিছ আজগর।

এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউপিতে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ৬৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঋণখেলাপি ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল না করাসহ বিভিন্ন কারণে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে চকরিয়ায় কেউ বিনা ভোটে নির্বাচিত হয়নি।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত