Ajker Patrika

তরুণের কাছে মিলল মূর্তি ও মাদক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২৫
তরুণের কাছে মিলল মূর্তি ও মাদক

কুমিল্লায় পিতলের তৈরি ৩টি মূর্তি ও মাদকসহ মো. আকাশ (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ১৩০টি ইয়াবা, ২৯ বোতল ফেনসিডিল, আট বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গত সোমবার রাতে নগরীর নূরপুর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করে কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে অভিযানে মাদকসহ গোপালের একটি ৮০০ গ্রামের ও একটি ১০০ গ্রামের মূর্তি এবং ৩৬৬ গ্রাম ওজনের একটি লক্ষ্মী মূর্তি জব্দ করা হয়। মূর্তিগুলো পিতলের তৈরি এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক আবুবকর সিদ্দিক, উপপরিদর্শক মো. মুরাদ হোসেনসহ অন্য সদস্যরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত