Ajker Patrika

কোরবানি ওয়াজিব যাদের জন্য

আবদুল আযীয কাসেমি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৫: ৩৯
কোরবানি ওয়াজিব যাদের জন্য

কোরবানি আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। তাঁর কোরবানির আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হওয়ায় মহানবী (সা.)-এর শরিয়তে সামর্থ্যবান মুসলিমদের জন্য তা আবশ্যক করে দেওয়া হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২) তবে সবার জন্য কোরবানি করা আবশ্যক নয়। কয়েকটি শর্ত পূর্ণ হওয়া সাপেক্ষে কোরবানি ওয়াজিব। যথা—

এক. মুসলিম হওয়া; অতএব অমুসলিমদের জন্য কোরবানির বিধান প্রযোজ্য নয়।

দুই. প্রাপ্তবয়স্ক হওয়া; অতএব অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নির্দিষ্ট সম্পদের মালিক হলেও কোরবানি আবশ্যক নয়।

তিন. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া; অতএব পাগল সম্পদের মালিক হলেও কোরবানি ওয়াজিব হবে না।

চার. স্বাধীন ব্যক্তি হওয়া; অতএব দাসের ওপর কোরবানি করা আবশ্যক নয়।

পাঁচ. মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে ১৫ দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া; অতএব মুসাফিরের ওপর কোরবানি আবশ্যক নয়।

ছয়. জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ১০ জিলহজ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ওই সম্পদ এক বছর মালিকানায় থাকা জরুরি নয়। (আদ-দুররুল মুখতার,৫/২১৯)

এ ছাড়া কোরবানির মানত করলে তা পূর্ণ করা ওয়াজিব। কারণ, আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন নিজেদের মান্নত পূর্ণ করে’ (সুরা হজ: ২৯) আর যার জন্য কোরবানি আবশ্যক নয় সে যদি কোরবানি করার নিয়তে পশু কিনে ফেলে, তবে সেই পশুর কোরবানি দেওয়া তার জন্য আবশ্যক হয়ে যায়। এর বাইরে অন্য সব ধরনের কোরবানি নফল ও সওয়াবের কাজ।

আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত