Ajker Patrika

বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৪
বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবদুর রহিম বাবু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা-পুলিশ।

গত শনিবার দুপুরে ধর্ষণের শিকার বাক্‌প্রতিবন্ধীর মা বাদী হয়ে ফুলগাজী থানায় আবদুর রহিম বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আবদুর রহিম বাবু উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বাদী ঘটনার শিকার মেয়ের মা জানান, তাঁর মেয়ে আবদুর রহিম বাবুর বাড়িতে কাজকর্ম করত। হঠাৎ তিনি ওই বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। খাওয়া-দাওয়ায় অরুচি, শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তাঁর মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা।

বুদ্ধি ও বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তাঁর মেয়ে ইশারা-ইঙ্গিতে বোঝান যে, আবদুর রহিম বাবু তাঁকে জোর করে ধর্ষণ করে। তাতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি মেয়েকে নিয়ে ফুলগাজী থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন আবদুর রহিম বাবুর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত